নড়িয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন
শরীয়তপুরের ভোজেশ্বর-চাকধ সড়কের পাশে দাঁড় করে রাখা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মধ্য চাকধ গ্রামের বাসিন্দা মামুন বেপারী ওই পিকআপের মালিক ও চালক। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা তার পিকআপে আগুন লাগিয়ে দেয়। আগুনে পিকআপের ইঞ্জিন পুরে গেছে। নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মধ্য চাকধ গ্রামের বাসিন্দা মামুন বেপারী। ২০১৮ সালে তিনি...