নেছারাবাদে গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাতের আঘাতে শ্রমিকের মৃত্যু
নেছারাবাদে গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক হাত করাতের আঘাতে সুমন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সোহাগদল গ্রামে বরছাকাঠি এলাকার একটি স্বমিলে এ দুর্ঘটনা। নিহত সুমন উপজেলার সোহাগদল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে।
এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওইদিন সকালে ওই স্বমিলে সুমন ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটার (স্থানীয় ভাষা বোট) সময় অসাবধানতাবশত করাত তার হাত ফসকে যায়। এসময়, বুকের...