চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ
নগরীতে এবার নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার বিকেলে নগরীরউওর আগ্রাবাদ রঙ্গীপাড়ায় দেড় বছরের শিশু নালায় পড়ে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।শিশুটির নাম ইয়াছিন আরাফাত। তার পিতার নাম সাদ্দাম হোসেন ও মায়ের নাম নাসরিন আক্তার ।