মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টির কারণে টেকনাফে ৫ হাজার মানুষ পানিবন্দি, পাহাড়ে বসবাসকারীদের সরে যেতে মাইকিং।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টির কারণে কক্সবাজারের টেকনাফে ৫ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েকটি গ্রাম,ফসলি জমি-চিংড়ি ঘেরও। প্রাণহানি রোধে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন।
সোমবার সকাল থেকে টানা বৃষ্টির কারণে টেকনাফ উপজেলায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্যত্র সরে যেতে বলা হচ্ছে।
উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী লামার পাড়া,মৌলভী বাজার, ওয়াব্রাং, চৌধুরী পাড়া, জালিয়া পাড়া,সাবরাং...