শিশু খেয়ে ফেলে জানালার ছিটকিনি, খাদ্য নালী কেটে বের করলেন চিকিৎসক
দুই বছরের হাবিবকে বিছানায় রেখে মা ঘরের বাইরে যান। এই ফাঁকে জানালায় ধরে খেলাকরছিল সে। এরই মাঝে জানালার ছিটকিনি খুলে আসে তার হাতে। অবুঝ শিশু হাবিব সেইছিটকিনি মুখে ঢুকিয়ে গিলে ফেলে। এরপরই শুরু হয় পেটের ব্যাথার যন্ত্রণা। পরিবারকিছু বুঝে উঠতে পারছিল না। অবশেষে দুইদিন অবজারভেশনে রেখে শিশু হাবিবের খাদ্যনালী থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করি নিয়ে আসা হয় জানালার সেই ছিটকিনি।ফলে...