নড়াইলে দুই নছিমনের মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
নড়াইলে দুই নছিমনের মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) দুপুরে নড়াইল-ফুলতলা সড়েকের গোবরা বাজার মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতের নাম সোহেল শেখ (৪৭), তিনি খুলনা জেলার দিঘরিয়ার উপজেলার জামির শেখের ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী। দক্ষিন বঙ্গের বিভিন্ন হাটে তিনি গুরু বেচা কেনা করেন। এদিন খুলনা থেকে গরু নিয়ে নড়াইলের ধোপাখোলা মোড়ে আসার পথে...