ঘোড়াঘাটে নিজের তৈরি করা বিড়াল মারার ফাঁদে প্রাণ গেলো মুরগি খামারির
দিনাজপুরের ঘোড়াঘাটে মুরগির খামারে বিড়ালের উৎপাত ঠেকাতে নিজের পাতানো ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সালমান ফারসি (২২) নামের খামারির মৃত্যু হয়েছে।রোববার(২৭ আগস্ট) সকালে উপজেলার চৌরিগাছা গ্রামে নিজ বাড়িতে এঘটনা ঘটে।সে উপজেলার বুলাকীপুর ইউনিয়ের গোলাম মোস্তাফার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান,পড়াশুনার পাশাপাশি প্রায় ৮ বছর ধরে বাড়ি সংলগ্ন একটি মুরগির খামার করে ওই যুবক। বাঁশের বেড়ার তৈরি খামারে বিড়ালের কবল থেকে রক্ষার জন্য খামারের...