কাউনিয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু
রংপুরের কাউনিয়া উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগালি গ্রামে এবং হারাগাছ ইউনিয়নের পল্লীমারী একতা গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহত রাবেয়া খাতুন (৬৫) পল্লীমারী একতা গ্রামের মৃত আনেছ আলীর স্ত্রী এবং নিহত নূর হাসান (৫) হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আলমগীরের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, পল্লীমারী একতা গ্রামে বৃদ্ধ রাবেয়া খাতুনের চার মেয়ে। মেয়েরা...