বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ ও মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইয়ের জরিমানা
বগুড়ার নন্দীগ্রামে ওমরপুরহাটে গোপনে গরু জবাই করে বাইরে থেকে মাংস এনে বিক্রি করার সময় কসাই বাবু মিয়ার (৪৮) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৫ কেজি মাংস জব্দ করা হয়। মাটিতে গর্ত করে সেই মাংস পুতে ফেলা হয়। এই গরু জবাইয়ে প্রাণিসম্পদ দপ্তরের ছাড়পত্র ছিল না।
শুক্রবার (১৯ মে) সকালে পৌরসভার ওমরপুরহাটে কসাই বাবু মিয়ার ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী...