কাল সিসিকে ভোট যুদ্ধের শেষ পরীক্ষায় ইসি
আগামীকাল বুধবার শেষ ধাপে সিলেটে ভোটযুদ্ধ। ইতোমধ্যে শেষ হয়েছে গাজীপুর, খুলনা ও বরিশালের ভোট। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হতে যাওয়া এই নির্বাচন। ইভিএম নিয়ে আপত্তি সহ ভোট বর্জনের ঘোষনা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তার মতে ইভিএমে ভোট ‘ওন’ দিলে ‘হন’ যায়। এছাড়া তিনি বলেছিলেন, ইভিএমে ভোট প্রদানে অভ্যস্ত নয়, আমজনতা। এ প্রযুক্তি ব্যবহারে একেবারে নতুন...