শ্রীমঙ্গলে বজ্রপাতে চা শ্রমিক রিপন কালেন্দী নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের কয়েল বাড়িতে শনিবার বেলা ২টার দিকে রিপন কালেন্দী (২৮) নামে এক চা শ্রমিক আকস্মিক বজ্রপাতে নিহত হয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান বলেন, ‘রিপন কালেন্দী নামে এক চা শ্রমিক-কে জাগছড়া চা বাগান এলাকা থেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। সে বজ্রপাতে মারা গেছে।’
নিহতের পরিবার জানায়, রিপন কালেন্দী মাছ শিকারের...