ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে বশতবাড়ী ভাংচুর, আহত-২
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে বশতবাড়ী ভাংচুর করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়। বুধবার সকালে উপজেলার পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। সরে জমিনে গেলে জানা যায়, শশুরবাড়ীর জমি নিয়ো বিরোধ করে আলতাফ হোসেন এর ছেলে জলিল শেখ, তার স্ত্রী ও ছেলে গ্রাম পুলিশ মাইনুল ইসলাম সকালে শ্যালক মিজানের হাওলাদার এর বাড়ীতে হামলা করে। হামলায় ঘরে থাকা টিভি,...