কাজে আসছে না ফেনীর কহুয়া নদীর উপর নির্মিত রাবার ড্যাম
ফেনীর পরশুরাম উপজেলায় কহুয়া নদীর উপর ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যামটি অকেজো হয়ে পড়েছে। সেচ সুবিধার জন্য ড্যামটি নির্মাণ করা হলেও এখন আর কাজে আসছে না। এতে কৃষকসহ জমির মালিকরা পড়েছেন বিপাকে।
সরেজমিনে গেলে দেখা যায়, পরশুরাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেডাবাড়িয়া এলাকায় কহুয়া নদীতে রাবার ড্যাম অবস্থিত। এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য সরকার বৃহৎ প্রকল্পটি বাস্তবায়ন করে...