রবীন্দ্রনাথ ছিলেন বাঙালির চেতনা-মননের প্রধান প্রতিনিধি: কুষ্টিয়ায় হানিফ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি আঙিনায় শুরু হয়েছে তিনদিনের রবীন্দ্রমেলা ও আলোচনা অনুষ্ঠান।
সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্ধোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রবীন্দ্র গবেষক ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।
এসময় হানিফ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ ও তার সৃষ্টিকর্ম...