লক্ষ্মীপুরে দোকান বন্ধ করে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ
লক্ষ্মীপুর পৌর পোল্ট্রি মোরগ বাজারে খাজনা দাবী ও মোরগ আনলোড করতে না দেওয়ায় রবিবার (১৪ মে) সকাল থেকে বাজারে সকল মোরগের দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েছে ক্রেতাগণ। মোরগ না কিনে ফিরে যাচ্ছে তাঁরা।
ব্যবসায়ীদের দাবী পৌর ইজারাদার গতকাল শনিবার (১৩ মে) হঠাৎ করে অযৌক্তিকভাবে শতকরা মোট ২৫ টাকা খাজনা দাবী করে।
বিক্রেতারা শতকরা ১৫ টাকা ও ক্রেতারা শতকরা ১০ টাকা...