দোয়ারাবাজারের ইমন বাঁচতে চায়
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১১ বছরের ফুটফুটে শিশু বাচ্ছা ইমন। পাঁচ বছর ধরে হার্ড ছিদ্র দুটি জটিল রোগের সঙ্গে যুদ্ধ করছে। বর্তমানে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে। সমাজের বিত্তবানরাদের সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে শিশু বাচ্চা ইমন।
সে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাঙ্গাপাড়া গ্রামের আশক আলী ছেলে ইমন। সে চতুর্থ শ্রেণী ছাত্র। দীর্ঘ পাঁচ যাবত হার্ড ছিদ্র রোগের ভোগছে...