রাজশাহীতে পাঁচ দফা দাবিতে নার্সদের বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুশিয়ারি
রাজশাহীতে আবারও রাজপথে আন্দোলন শুরু করেছেন সিনিয়র স্টাফ নার্স, ইন্টার্ন নার্স এবং সরকারি-বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। বাংলাদেশ নার্সেস অ্যাসেসিয়েশনের (বিএনএ) ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিক্ষুব্ধ সিনিয়র নার্সরা ছাড়াও প্রায় ২০টি নার্সিং কলেজের অন্তত তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। এতে সংহতি প্রকাশ করে প্রায়...