বিজিএপিএমইএ নির্বাচন: ইশতেহারে ২৩ দফা প্রতিশ্রুতি ঐক্য পরিষদের
০১ মে ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০১ মে ২০২৪, ১২:১১ এএম
বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) দ্বি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল ঐক্য পরিষদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩৩ বছর প্রথমবারের মতো আগামী ১১ মে ঢাকা ও চট্টগ্রামে বিজিএপিএমইএ-এর নির্বাচন অনুষ্ঠিত হবে। গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতকে স্মার্ট ও গতিশীল করতে ২৩ দফা প্রতিশ্রুতি দিয়েছেন ঐক্য পরিষদ প্যানেলের নেতা ও আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার। গত সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে ঐক্য পরিষদের 'প্রার্থী পরিচিতি' অনুষ্ঠানে মো. শাহরিয়ার বলেন, তার প্যানেলকে নির্বাচিত করলে গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতের উন্নয়নে আগামী দুবছর নিজেদেরকে শতভাগ নিয়োজিত রাখবেন। ঐক্য পরিষদের ইশতেহারের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে তৈরি পোশাকের ন্যায় বিজিএপিএমইএ'র মাধ্যমে এ শিল্পের আমদানি প্রাপ্যতা (ইউপি) ইস্যু ও এর মেয়াদ এক বছর থেকে তিন বছরে উন্নীত করার ব্যবস্থা করানো, স্মার্ট এসওপির মাধ্যমে সদস্যদের সেবা দেওয়া ও একটি সেবা সেল গঠন করা। এছাড়া রপ্তানি মূল্য আদায় সেল গঠন করে বকেয়া আদায়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা, পূর্বাচলে বিজিএপিএমইএ'র জন্য বরাদ্ধকৃত তিন বিঘা জমির রেজিস্ট্রেশন ও বিজিএপিএমইএ ইনস্টটিউট অব প্যাকেজিং (বিপা) স্থাপনে কার্যক্রম শুরু করা। এছাড়া বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে শিল্পের বিভিন্ন সমস্যার সমাধান ও বিজিএমইএ-বিকেএমইএসহ এ শিল্পসংশ্লিষ্ট অন্যান্য বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে পূর্বের ন্যায় সম্পর্ক স্থাপন করে তা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঐক্য পরিষদ প্যানেল লিডার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ'র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান। ভোটারদেরকে এ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নিতে অনুরোধ জানিয়ে শাহরিয়ারের প্যানেলের জন্য শুভ কামনা জানান তিনি। অনুষ্ঠানে বিজিএমইএ'র সভাপতি এসএম মান্নান কচি বলেন, আগামীদিনে বিজিএপিএমইএ'র নতুন নেতৃত্বকে সঙ্গে নিয়ে তারা তৈরি পোশাক খাতের উন্নয়নে একযোগে কাজ করতে চান। অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী ঐক্য পরিষদের ২১ জন প্রার্থীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। বিজিএপিএমইএ'র সাবেক সভাপতি সফিউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম তার সংসদীয় এলাকায় অবস্থিত প্রতিটি কারখানা মালিকের কাছে মো. শাহরিয়ারের নেতৃত্বের প্রতি সমর্থন চাইবেন বলে প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিকেএমইএ'র সহ-সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ। গত ১৩ ফেব্রুয়ারি বিজিএপিএমইএ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২০২৪–২৬ মেয়াদের জন্য এ নির্বাচন হবে। নির্বাচন বোর্ডের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-৫) ড. মো. রাজ্জাকুল ইসলাম।
বিভাগ : ব্যবসা-বাণিজ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
'দুর্বল' দলের বিপক্ষে পয়েন্ট হারাল ইউনাইটেড
সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি