ওয়ারীতে নতুন আউটলেট খুলেছে বিয়িং হিউম্যান ক্লোথিং
ঢাকার ওয়ারীতে নতুন আউটলেট খুলছে বলিউড সুপারস্টার সালমান খান প্রতিষ্ঠিত পোশাকের ব্র্যান্ড বিয়িং হিউম্যান ক্লোথিং। ব্র্যান্ডটি ইতিমধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং ফ্যাশন স্ট্রাইলের কারণে ক্রেতাদের নজর কেড়েছে। আসছে শুক্রবার (২৯ মার্চ) ওয়ারীর ৩৬ র্যাঙ্কিং স্ট্রিটে নতুন এ আউটলেটের যাত্রা শুরু হবে। এটি বাংলাদেশে বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের চতুর্থ আউটলেট।
এর আগে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর বনানীতে প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়। ক্রেতার চাহিদা...