প্রতিকূলতা অতিক্রম করে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে শেয়ারবাজার- ড. শিবলী রুবাইয়াত
০২ এপ্রিল ২০২৩, ০৮:৪৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:১২ পিএম
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নব-নির্বাচিত চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু-এর নেতৃত্বে রোববার (০২ এপ্রিল) ডিএসই’র নব-গঠিত পরিচালনা পরিষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম-এর সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, মো. আব্দুল হালিম, ড. রুমানা ইসলাম এবং নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান।
বিএসইসি’র চেয়ারম্যান প্রফেসর ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ডিএসই’র নব-গঠিত পরিচালনা পরিষদকে স্বাগত জানিয়ে বলেন, ডিএসই’র নতুন চেয়ারম্যান ও পরিচালকরা যার যার অবস্থানে অত্যন্ত অভিজ্ঞ। নতুন চেয়ারম্যান-এর গতিশীল নেতৃত্বে বর্তমান পুঁজিবাজারের সকল প্রতিকূলতা অতিক্রম করে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা করি। পুজিবাজার্ উন্নয়নেসরকার সরকারের সবোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই আমাদেরকে সহায়তারহাত বাড়িয়ে দিয়েছে এবং সমস্ত আন্তর্জাতিক সংস্থা আমাদের পুঁজিবাজারের প্রতি খুবই সদয়। আমাদের সরকার প্রধান অসম্ভব সদয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সব রকম সহযোগীতা করছে। কোন কিছু বললেই করে দেয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ডিএসই’র পুরনো এবং নতুন পরিচালকদের সমন্বয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজারকে আরও সামনের দিকে এগিয়েনিয়ে যাবে। তিনি নতুন বোর্ডের কাছে ডেটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সাইট বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে এ বিষয়ে দ্রতপদক্ষেপ নেয়ার আহবান জানান।
প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমুখী অভিজ্ঞতা সম্পন্ন সফল ব্যক্তিবর্গ এবং পুঁজিবাজারের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শেয়ারহোল্ডারদের সমন্বয়ে গঠিত হয়েছে ডিএসই’র পরিচালনা পরিষদ। ধন্যবাদ জানাই বিএসইসি’র চেয়ারম্যান ও কমিশনারদের দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি পুঁজিবাজার নিয়ে কাজ করার সুযোগ দেয়ার জন্য।
তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধব্যবস্থা থাকা দরকার, একটা স্মার্ট সিস্টেম থাকা দরকার। এই জায়গাটায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। উন্নত বিশ্বের যত আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, তারা বেশীর ভাগই অটোমেশন করে ফেলেছে স্মার্ট সিস্টেম এর মাধ্যমে।
ড. হাসান বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের আইসিটি হতে হবে অত্যাধুনিক। বাইরের দেশগুলোর মতো আমাদেরও সবকিছু অটোমেটেড হতে হবে। আমাদের আইটি হতে হবে নাম্বার ওয়ান। আমাদের আইসিটি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সারা বিশ্বের প্রেক্ষাপটে নাম্বার ওয়ান হতে হবে। এজন্য একটি কমিটি গঠন করা হবে এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। যেখানে ইন্ড্রাস্ট্রি পিপল থাকবে, একাডেমিশিয়ান থাকবে এবং ডিএসইর লোক থাকবে। সবাই মিলে লং টার্ম ও শর্ট টার্ম পরিকল্পনা নিয়ে আগাব এবং কোথায় আমাদের শুরু করতে হবে, কোথায় যেতে হবে এ সবই আমাদের পরিকল্পনায় থাকবে।
বৈঠকে নবগঠিত পরিচালকদের মধ্যে ছিলেন প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন এবং রুবাবা দৌলা, ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, মো. সিদ্দিকুর রহমান, শরীফ আনোয়ার হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এবং সিনিয়র জিএম এবং কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
২৪ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার, কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪
মাঠ প্রশাসনে বিতর্কিত ডিসিদের প্রত্যাহারের দাবি
যশোরে ঝটিকা মিছিল, যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
ইসলামিক ফাউন্ডেশনে ১১ সদস্য বিশিষ্ট নতুন বোর্ড অব গভর্নরস গঠিত
থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার প্রকাশ্যে কুবি শিবিরের সভাপতি- সেক্রেটারি
আশুলিয়ায় যুবলীগের ব্যানারে 'ছাত্রলীগের' মিছিল, গ্রেপ্তার ৫
ছাত্রলীগের তাণ্ডব ও তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে তফাৎ কোথায়?
বর্জ্য ব্যবস্থাপনার ১২২ কোটি টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে
ইবিতে র্যাগিংকাণ্ডে ৫ জনকে জেল হাজতে প্রেরণ
উগ্রতা সৃষ্টিতে সন্ত্রাসী ইসকনকে নিষিদ্ধ করে নেতাকর্মীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সমাবেশ
"বিশ্ব টয়লেট দিবসে যে বার্তা দিলেন মেগাস্টার শাকিব খান"
সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম
মেজর জলিলের সমাধিতে জাগপা’র শ্রদ্ধা
বিরাজনীতিকরণের চেষ্টা রুখে দিবে জনগণ: নাজমুল হাসান
উত্তরা মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী হামলা
বিদেশে পাঠানোর নামে ময়মনসিংহে স্বামী-স্ত্রীর প্রতারণা
কুষ্টিয়া শহরের প্রধান সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ব্র্যাক ইউনিভার্সিটিতে নারী উদ্যোক্তাদের সাফল্য উদযাপন
অবিলম্বে তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে -বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম