এসডিসি’তে রেইজ প্রকল্পের আওতায় ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ শুরু
১১ জুন ২০২৩, ০৬:৫২ পিএম | আপডেট: ১১ জুন ২০২৩, ০৬:৫২ পিএম

দেশের অনানুষ্ঠানিক খাতের ক্ষুদ্র উদ্যোগকে নিম্ন প্রযুক্তির ফাঁদ ও স্বল্প মজুরীর চক্র হতে বের করে নিয়ে এসে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্বল্প ও অদক্ষ তরুণদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থানে নিযুক্ত করার লক্ষ্যে সরকারের অর্থ মন্ত্রনালয়ের আওতাধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে ফরিদপুর জেলাস্থ সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) রিকভারি এন্ড এডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (আরএআইএসই-রেইজ) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এসডিসি সংস্থাটি প্রকল্পটির আওতায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ১ হাজার তিনশত জন ক্ষুদ্র উদ্যোক্তাকে সহজ শর্তে ঋণ প্রদান করেছে এবং প্রত্যেকেই ‘ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় সম্প্রসারণ’ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করছেন। এছাড়া, ৭০ জন তরুণ বেকারকে ৩৫ জন মাস্টার ক্র্যাফটসপার্সন বা ওস্তাদের মাধ্যমে কারিগরি ও ব্যবসায় দক্ষতা বিষয়ক ৬ মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করছে। আগামী অর্থ বছরে আরো ১ হাজার জন তরুণ উদ্যোক্তাকে (বয়স ১৫-৩৫ বছরের মধ্যে) অর্থায়ন ও তিন মাসব্যাপী ব্যবসা সম্প্রসারণ, ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা, জীবন দক্ষতা ও সফট স্কিলস উন্নয়ন এবং এডভান্স কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হবে। আরও দুই শতাধিক বেকার তরুণকে গুরু-শিষ্য মডেলে প্রশিক্ষণ প্রদান করা হবে।
রেইজ প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী ‘ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রম রোববার (১১ জুন) এসডিসি’র আলিপুরস্থ প্রধান কার্যালয়ে শুরু হয়। প্রশিক্ষণ কার্যক্রমটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। প্রকল্পের অর্থায়নকারী প্রতিষ্ঠান পিকেএসএফ হতে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক (কার্যক্রম) ও উপ-প্রকল্প সমন্বয়কারী রেইজ প্রকল্প গোলাম জিলানী এবং রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. ফারুক হোসেন। এছাড়া, ‘এসডিসি’ ও ‘আমরা কাজ করি’ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তরুণ উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের প্রথম ব্যাচে বিভিন্ন বিভিন্ন ট্রেডের ২০ জনক্ষুদ্র উদ্যোক্তা অংশগ্রহণ করে।
গোলাম জিলানী বলেন, প্রকল্পটি সারা দেশের আরবান ও পেরি-আরবান এলাকায় পিকেএসএফ-এর ৭০টি সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির আওতায় প্রায় ১ লাখ ৪০ হাজার ছোট উদ্যোক্তার ব্যবসা সম্প্রসারণে উপযুক্ত ঋণ ও প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া, ৭ হাজার দক্ষ ওস্তাদের মাধ্যমে ৩৫ হাজার বেকার তরুণকে শিক্ষানবিসি পদ্ধতিতে (গুরু-শিষ্য মডেল) কারিগরি ও ব্যবসায় দক্ষতা বৃদ্ধি করা হবে। তিনি উল্লেখ করেন, ছোটো উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পসমূহের মধ্যে এটি সবচেয়ে বৃহৎ প্রকল্প।
মো. আশরাফুল হাসান, পিকেএসএফ ও সরকারকে সময়োপযোগী একটি প্রকল্প গ্রহণের জন্যে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রকল্পটির মাধ্যমে ছোটো ছোটো উদ্যোক্তাগণ সহজ শর্তে ঋণ পাবে যা তার ব্যবসা সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান তৈরিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
প্রকল্পের আওতায় উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ৭ হাজার মাস্টারক্রাফটস পার্সন তৈরি, ৮০০ জন প্রশিক্ষককে লাইফ স্কিলস/সফট স্কিলস বিষয়ে মাস্টার ট্রেনার এর এডভান্স প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের মধ্য হতে ৩ হাজার পাঁচশত জনকে ‘রিকগনিশন অব প্রাইওর লার্নিং (আরপিএল)’ এর সুযোগ প্রদান করা হবে। প্রকল্পের মোট অংশগ্রহণকারীর ৩০ শতাংশই হবে নারী। ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পের জন্য বিশ্বব্যাংক হতে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া যাবে এবং অবশিষ্ট ১০০ মিলিয়ন মার্কিন ডলার পিকেএসএফ’র নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করা হবে মর্মে পিকেএসএফ প্রতিনিধি সভায় জানান।
প্রকল্পটি ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতেও ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এছাড়া, সরকারের গুরুত্বপূর্ণ নীতি-কৌশল-অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ও প্রেক্ষিত পরিকল্পনায় বর্ণিত দক্ষ জনশক্তি তৈরির রুপরেখা অনুসরণ করে প্রকল্পটির নকশা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হয়েছে। অনানুষ্ঠানিক খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্বল্প আয়ের পরিবারভুক্ত তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই কর্মসংস্থানে নিযুক্ত হতে এবং নতুন কর্মসংস্থান তৈরিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন

সড়কের মৃত্যুদূত মোটরসাইকেল

দায়ের করলেন ‘গোপন অভিযোগ’ দুদকে হঠাৎ হাসনাত-সারজিস

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের সঙ্গে একমত নয় বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান ইউজিসির

ড্যাবের ভোটে সরব ১ ডজন প্রার্থী

বিচার হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় এনসিপি-হেফাজত

সাবেক এমপি আশেক উল্লাহ রফিকসহ ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষসহ গ্রেফতার নৌ অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলীর ৩ বছরের কারাদন্ড

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক