আমি কাউকে ভয় পাই না, ভয় দেখাইয়া লাভ নাই
১৭ জানুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম
২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা শেষে শরিয়া ভিত্তিক ইসলামি ব্যাংকগুলোর তারল্য সংকট নিয়ে বিশেষ করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৫টি ব্যাংক নিয়ে সাংবাদিকদের লাগাতার প্রশ্নের সম্মুখীন হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এই ৫ ব্যাংক হলোÑফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।
বুধবার (১৭ জানুয়ারি) মুদ্রানীতি ঘোষণা বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান জানান, তারল্য সংকটে ভোগা ব্যাংকগুলোর মধ্যে শরিয়াহ ভিত্তিক ইসলামি ব্যাংকের অবস্থা বেশি খারাপ। পরে মুদ্রানীতি ঘোষণা শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুর রউফ তালুকদার বলেন, শুধু ইসলামি ব্যাংক না, অনেক ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রতিদিন ৩০-৩৫ হাজার কোটি টাকা ধার নিচ্ছে। কিন্তু এসব ব্যাংক সমস্যায় না পড়লেও ইসলামি ব্যাংকগুলো সমস্যায় পড়ছে এদের কাঠামোগত কারণে।
শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর কাঠামোর প্রসঙ্গে গভর্নর বলেন, ব্যাংকগুলো যাতে তারল্য সংকটে না ভোগে সেজন্য অন্যান্য ব্যাংকের এসএলআর নির্ধারণ করা হয়েছে ১৫ শতাংশ, ইসলামি ব্যাংকের বেলায় তা ৫ শতাংশ। এর বিপরীতে ইসলামি ব্যাংকের সুকুক বন্ডের পরিমাণ মাত্র আড়াই শতাংশ।
ব্যাংকগুলোতে টাকার সংকট দেখা দিলে তারা কেন্দ্রীয় ব্যাংকে বন্ড জমা রেখে টাকা নিতে পারে। ইসলামি ব্যাংকের বন্ড না থাকায় তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। এতে করে গ্রাহক যখন টাকা চাচ্ছে তখন ব্যাংক টাকা দিতে ব্যর্থ হচ্ছে বলেও জানান গভর্নর।
তিনি বলেন, ব্যাংকের বিনিয়োগ হয় দীর্ঘস্থায়ী, অন্যদিকে গ্রাহকের ব্যাংকে টাকা রাখার সময়সীমা ব্যাংক বিনিয়োগের থেকে তুলণামূলক কম। এতে করে এক ধরণের ‘মিসম্যাচ’ তৈরি হয়েছে আর এ কারণেই তারল্য সংকট দেখা দিয়েছে। তবে একই কাঠামোতে এতদিন চলে আসা ইসলামি ব্যাংকগুলোতে কোনো সমস্যা দেখা না দিলেও এখন কেন সমস্যা দেখা দিচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান আব্দুর রউফ তালুকদার।
চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের হাতে থাকা পাঁচ ইসলামী ব্যাংকের সংকটময় পরিস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে গভর্নর বলেন, আমি কাউকে ভয় পাই না, ভয় দেখাইয়া লাভ নাই। আব্দুর রউফ তালুকদার বলেছেন, আমার চেয়ার ছাড়ার কোনো ভয় নাই। আমি কাউকে ভয় পাই না। এসব ভয়-টয় দেখাইয়া লাভ নাই। গভর্নর বলেন, আমি সচিব ছিলাম, এক বছরের বেশি সময় চাকরি ছিল। এখন গভর্নর হয়েছি চুক্তিভিত্তিক নিয়োগে। আমি চাইলে চাকরি ছেড়ে দিতে পারবো, আবার সরকার চাইলেও আমাকে সরিয়ে দিতে পারে। তবে চেয়ার হারানোর ভয় নাই, কোনো হুমকিও নাই। ভয় দেখাইয়াও লাভ নাই। তিনি বলেন, ইসলামী ব্যাংকগুলোর কাঠামোতে সমস্যা ছিল। সেখানে তারল্য সংকট হয়েছে অন্য কারণে, তাদের সুকুক বন্ড রয়েছে টোটাল ইসলামী ব্যাংকের দুই শতাংশ। অন্য ব্যাংকগুলোয় তারল্য সংকট ছিল। তবে তাদের বন্ডে বিনিয়োগ থাকায় তারা টাকা পেয়েছে।
আর্থিক খাতের দুর্বলতার বিষয়ে গভর্নর বলেন, আমরা আগেই দুর্বল ব্যাংকগুলো চিহ্নিত করেছিলাম। দেশের ৫২ বছরের ইতিহাসে কোনো ব্যাংক বন্ধ হয়নি, হবেও না। তবে দুর্বল ব্যাংকগুলোর দুর্বলতা কাটিয়ে উঠতে সময় লাগে। তারা খারাপের দিকে যায়নি, আর দুর্বলতা কাটিয়ে উঠবে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ,জিততে দরকার ৩৩৩
আসছে বছর গাঁটছড়া বাঁধতে চলেছে তামান্না-বিজয় জুটি
লোহাগড়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ৪ জন গুরুতর আহত
মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা
পরিবহন খাতে বিশৃঙ্খলার চেষ্টায় আ.লীগের দোসররা
ড. মাহবুব মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাত
নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাশ কমিউনিকেশনস লিমিটেডের যাত্রা শুরু
মানুষের ‘হৃদয় স্পর্শ করার’ ট্রেনিং নিতে স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ
মুরাদনগরবাসীর কাছে সাবেক মন্ত্রী কায়কোবাদের খোলা চিঠি
সেনবাগ হুফফাযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জে আ.লীগ নেতার গ্রেফতার দাবি
কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
পদ্মা রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
এদেশের মানুষ ইসলামি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে : কুমিল্লায় আল্লামা মামুনুল হক
পুত্রের কুড়ালের আঘাতে প্রাণ গেল বৃদ্ধ পিতার
বন্ধ আলহাজ জুট মিল চালুর দাবিতে শ্রমিক দলের মানববন্ধন
আগাম আলু খেত ব্ল্যাক লেকে আক্রান্ত
আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ ৫৯ তম রাউন্ড ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচের ফেয়ার ওয়েল অনুষ্ঠিত