স্ট্যান্ডার্ড চার্টার্ড ও আইবিএ’র মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব ঘোষিত
২৮ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের কনফারেন্স সেন্টার এবং টিচার্স লাউঞ্জ আধুনিকীকরণে সাহায্য করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এই কৌশলগত অংশীদারিত্ব শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং জনসাধারণের কল্যাণে অবদান রাখার ব্যাংকের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির অংশস্বরূপ। সম্প্রতি, ঢাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের সদর দপ্তরে এ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয়; আইবিএ’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ. মোমেন; এবং চারুতা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জামাল আহমেদ সুফি। সেসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড আন্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী; ব্যাংকের হেড অব প্রপার্টি মেসবাহ উদ্দিন আহমেদ; ব্যাংকের চীফ কমপ্লায়েন্স অফিসার ওমর ফারুক প্রমুখ। শনিবার (২৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড শিক্ষার উপযুক্ত পরিবেশ উন্নত করার ক্ষেত্রে ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিয়ে থাকে। অত্যাধুনিক এই কনফারেন্স সেন্টার এবং টিচার্স লাউঞ্জ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সহযোগিতা, উদ্ভাবন এবং মানসম্মত শিক্ষার পরিবেশ উন্নত করবে ।
এই প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, “তরুণ প্রজন্মের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ করা স্ট্যান্ডার্ড চার্টার্ডের সামাজিক কার্যক্রমের অন্যতম একটি স্তম্ভ। আইবিএ বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান এবং বর্তমানে শতাধিক নামীদামী দেশি-বিদেশি প্রতিষ্ঠানে আইবিএ গ্র্যাজুয়েটরা নেতৃত্ব প্রদান করছে। এমন একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে, আমরা আগামীর বিজনেস লিডারদের দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে উপযুক্ত পরিবেশ নিশ্চিতের লক্ষ্যস্থির করেছি। আমরা মেধাবী ও উদ্যমী তরুণদের জন্য কাজ করতে পেরে গর্বিত। নতুন কনফারেন্স সেন্টার এবং টিচার্স লাউঞ্জ আগামী প্রজন্মের দক্ষ কারিগর বিনির্মাণে আইবিএ’র যাত্রাকে শক্তিশালী করবে বলে আমরা আশাবাদী।”
ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর (আইবিএ) পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ. মোমেন বলেন, “আমরা শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে উৎসাহ দান ও প্রতিভা বিকাশে কাজ করি। ইন্ডাস্ট্রির সাথে কাজের ঘনিষ্ঠতা বজায় রেখে আইবিএ ৫৮ বছরের সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ, তাদের সহায়তায় নবনির্মিত এই কনফারেন্স সেন্টার ও টিচার্স লাউঞ্জ ব্যবহার করে আমরা সমাজ ও জাতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারবো বলে আমি আশাবাদী।”
দেশের দীর্ঘমেয়াদী অংশীদার হিসাবে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি এবং স্থিতিস্থাপকতার অনুপ্রেরণামূলক গল্পের সাথে যুক্ত হয়েছে। ১১৯ বছরেরও বেশি সময় ধরে, ব্যাংক এই দেশে বিনিয়োগের মাধ্যমে বাণিজ্য ও উন্নয়ন এবং অন্তর্ভুক্তিকরনের লক্ষে নিবেদিত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) দেশের সেরা বিজনেস স্কুলগুলোর মধ্যে একটি। আইবিএ ক্রমাগত মানসম্মত বহু-বিভাগীয় ও অভিজ্ঞতামূলক শিক্ষার সুযোগ এবং বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতের বিজনেস লিডার তৈরির লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ,জিততে দরকার ৩৩৩
আসছে বছর গাঁটছড়া বাঁধতে চলেছে তামান্না-বিজয় জুটি
লোহাগড়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ৪ জন গুরুতর আহত
মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা
পরিবহন খাতে বিশৃঙ্খলার চেষ্টায় আ.লীগের দোসররা
ড. মাহবুব মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাত
নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাশ কমিউনিকেশনস লিমিটেডের যাত্রা শুরু
মানুষের ‘হৃদয় স্পর্শ করার’ ট্রেনিং নিতে স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ
মুরাদনগরবাসীর কাছে সাবেক মন্ত্রী কায়কোবাদের খোলা চিঠি
সেনবাগ হুফফাযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জে আ.লীগ নেতার গ্রেফতার দাবি
কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
পদ্মা রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
এদেশের মানুষ ইসলামি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে : কুমিল্লায় আল্লামা মামুনুল হক
পুত্রের কুড়ালের আঘাতে প্রাণ গেল বৃদ্ধ পিতার
বন্ধ আলহাজ জুট মিল চালুর দাবিতে শ্রমিক দলের মানববন্ধন
আগাম আলু খেত ব্ল্যাক লেকে আক্রান্ত
আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ ৫৯ তম রাউন্ড ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচের ফেয়ার ওয়েল অনুষ্ঠিত