কৃষি উদ্যোক্তা তৈরিতে ব্যতিক্রমি উদ্যোগ
২২ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২২ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম

উদ্যোমী ও তরুণদের আয়বর্ধন কাজে নিয়োজিত করতে নতুন সরকারের অন্যতম লক্ষ্য হলো দেশব্যাপি উদ্যোক্তা তৈরি করা। আত্মকর্মসংস্থানের মাধ্যমে সাবলম্বী করা। এরই ধারাবাহিকতায় সারা দেশে প্রায় ৫০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করবে কৃষি মন্ত্রনালয়। প্রাথমিকভাবে সাড়ে সাত হাজার উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অনান্য সুবিধা প্রদানের মাধ্যমে এসব উদ্যোক্তা তৈরি করা হবে। জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর একটি প্রকল্প ইতোমধ্যে কাজ শুরু করেছে। টিস্যুকালচার ল্যাবরেটরি ও হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার নতুন বছরের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি ব্যাচে প্রায় ৫০ জনের হাতে কমলে আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়। তিনদিনব্যাপি এই প্রশিক্ষণ শেষে তাদেরকে বিভিন্ন নেটওয়ার্ক এর সঙ্গে সংযুক্ত করা হয়। এছাড়া সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা দেওয়া হয়। এর আগে কয়েকটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হয়েচে। তেমনি একজন সাতক্ষীরার নুসরাত নওরীন অর্পা। তিনি প্রশিক্ষণ নেবার পর সারা দেশব্যাপি একটি নেটওয়ার্কের মাধ্যমে ফল ও সবজি বিক্রি করতে পারছেন। সুলভ মূল্যে পন্য বিক্রি করতে পারার কারনে তিনি বেশ লাভবান হচ্ছেন। সামনের দিনে আরো বিক্রি বাড়িয়ে পরিবারে বেশ সচ্ছলতা আনতে চান তিনি। বিশ্লেষকরা বলছেন, এমনিতেই আমাদের কৃষকের সন্তানেরা কৃষি কাজে থাকছে না। ফলে দেশের সামগ্রিক কৃষি উত্পাদন ব্যবস্থা ঝুকির মধ্যে পড়ে যাচ্ছে। শ্রমিক সংকট তীব্র হচ্ছে। এছাড়া বিপনন জটিলতা তৈরি হচ্ছে। আবার দক্ষতার অভাবে কৃষি লাভজনক করা সম্ভব হচ্ছে না। পেমা হিসেবে কৃষি আবার সম্মানজনক জায়গা পাচ্ছে না। ফলে মানুষের আগ্রহ হারাচ্ছে। এ পরিস্থিতিতে কৃষি উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষিকে আধুনিক ও সম্মা্নজনক পেমায় পরিণত করা সম্ভব বলে জানান টিস্যুকালচার ল্যাবরেটরি ও হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাসরুর। তিনি বলেন, আমাদের এই প্রশিক্ষণ অন্য প্রশিক্ষণ থেকে সম্পূর্ণ আলাদা। এখান থেকে প্রশিক্ষণ প্রায় সকলের উদ্যোক্তা হিসেবে দাড়িয়ে যাচ্ছেন। কৃষিকে একটি আধুনিক ও লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে পারছেন। আমরা কৃষি উদ্যোক্তাদের জন্য ফসলের মাঠে হাতেকলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। যার মাধ্যমে স্নো ফ্লেক্স মডেলে আগামী চার বছরে প্রায় ৫০ হাজার দক্ষ কৃষি উদ্যোক্তা তৈরি হবে। প্রশিক্ষণ নেওয়া উদ্যোক্তা বলছেন, এ প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা, মূল্য সংযোজন, সাপ্লাই চেইন, মৌসি ফসল উত্পাদন কৌশল, রপ্তানী নির্ভর কৃষি উত্পাদন ও বাজার তৈরি, যোগাযোগ ও নেতৃত্ব দক্ষতা তৈরি ও অনলাইন মার্কেটিং ইত্যাদি বিষয়ে জোর দেয়া হয়। প্রশিক্ষণ ছাড়াও উদ্যোক্তারা দীর্ঘমেয়াদী একটি ডিজিটাল প্লাটফর্ম এর সঙ্গে যুক্ত হচ্ছেন। ‘কৃষি বায়োস্কোপ’ নামের সে প্লাটফর্মে সদস্য প্রায় সাড়ে ৬ লাখ। মোট ৩৫৫ টি ভিডিও ৯ কোটি বারের বেশি দেখা হয়েছে। এসব দেখে উদ্যোক্তারা বাণিজ্যিক কৃষিতে বেশি আগ্রহী হচ্ছেন। এ বিষয়ে কৃষি সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও কৃষিতে তরুণদের অগ্রহী করতে তাদেরকে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্চে। আগামীর কৃষি হবে তারুণ্য নির্ভর আধুনিক কৃষি। বেকারত্ব দূরিকরণে এবং দেশের সামগ্রিক কৃষি উন্নয়নে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। শস্য বহুমুখীকরণ, অধিক পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল উত্পাদন, ফসলের উত্পাদনশীলতা বৃদ্ধি, বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকের মুনাফা বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করছে।#
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ছাগলনাইয়ায় বিজিবি'র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২৫ জন, আবেগে কাঁদলেন অভিভাবকরা

কোটচাঁদপুর রেলস্টেশনে বিজিবির অভিযান স্কুল ব্যাগে মিললো হেরোইন

হামলার হুমকিতে ফের অনিশ্চয়তায় আইপিএল

শেষ মিনিটের নাটকীয়তায় জিতে বার্সার অপেক্ষা বাড়ালো রিয়াল

পিএসএলে দল পেলেন সাকিব

বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্তে দুদক

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ বাহিনী মাঠে নামছে

বিদেশে উন্নত চিকিৎসাপ্রত্যাশীদের জন্য বাস্তবমুখী পদক্ষেপ

নতুন ‘স্ট্যান্ডার্ড’ স্থানের নামের তালিকা প্রকাশ করল চীন

ডা. জুবাইদা রহমানের জামিন

থানা ম্যানেজ করে ঘুরে বেড়াচ্ছেন ওয়ারেন্টভূক্ত আসামি লুৎফর

ডোনাল্ড ট্রাম্পকে সউদীতে ঐতিহাসিক ও বিলাসবহুল অভ্যর্থনা

নিবন্ধন ও প্রতীক ফেরত পাওয়ার আপিলের রায় ১ জুন

সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি

চট্টগ্রাম বন্দর বিশ্বমানের হলে অর্থনীতি দ্রুতবেগে পরিবর্তন হবে : ড. মুহাম্মদ ইউনূস

নির্বাচনের দেখা নেই!

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা ফাজিল (ডিগ্রীতে) শতভাগ পাশের ধারা অক্ষুণ্ন

গাজীপুরে মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার