লাখো বন্যার্তদের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড
০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
সাম্প্রতিক বন্যায় দুর্গতদের সহায়তায় কাজ করছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্টান্ডার্ড চার্টার্ড। দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের এক লাখ বন্যাকবলিত মানুষদের খাদ্যসামগ্রীসহ জরুরি সহায়তা প্রদান করছেন দেশের শীর্ষ এ ব্যাংকটি। রোববার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ উদ্যোগের আওতায়, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, খাগড়াাছড়ি, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরসহ বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সাত দিনের খাবারের ব্যবস্থা সম্বলিত ত্রাণ প্যাকেজ পৌঁছে দেওয়া হচ্ছে। প্যাকেজগুলোতে রয়েছে জরুরী শুকনো খাবার, স্যালাইন, পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এ উদ্যোগের প্রথম পর্যায়ে সেবামূলক প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী অফিসার নাসের এজাজ বিজয় বলেন, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যার তীব্রতা ছিল অপ্রত্যাশিত। এ অবস্থায় সমাজের সবাই সম্মিলিতভাবে যেভাবে দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছে তা সত্যিই আমাদের অনুপ্রেরণা জোগায়। ১১৯ বছর ধরে এদেশে সেবা প্রদান করা ব্যাংক হিসেবে দেশের এই প্রচেষ্টায় কাঁধে কাঁধ মিলিয়ে বিপদগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা করা আমাদের একান্ত কর্তব্য। আমরা এই চ্যালেঞ্জিং সময়ে তো বটেই, ভবিষ্যতেও টিকে থাকার সংগ্রামে সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে দেশের অগ্রগতির সত্যিকারের অংশীদার হয়ে পাশে থাকবো।’
দেশের অগ্রগতির দীর্ঘমেয়াদী অংশীদার হিসাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি ও সহনশীলতার অনুপ্রেরণামূলক যাত্রার সঙ্গী হয়েছে। ১১৯ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকটি সমাজে বিনিয়োগের মাধ্যমে বাণিজ্য ও উন্নয়নের জন্য কাজ করেছে। বৃহত্তর অন্তর্ভুক্তি ও নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে পরিষেবার আওতা ও মাত্রা প্রসারিত করে চলেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড সামাজিক সম্পৃক্ততা ও টেকসই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়াতে নানা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক সাক্ষরতার উন্নতি; কৃষি উদ্ভাবনে সমর্থন; ইতিবাচক সামাজিক রূপান্তরের চালক হিসাবে খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতির প্রচার এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা।
উল্লেখ্য বিদ্যানন্দ ফাউন্ডেশন বাংলাদেশের সমাজসেবা অধিদপ্তরের অধীনে নিবন্ধিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। বিদ্যানন্দ ফাউন্ডেশন দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করে থাকে এবং বিভিন্ন অত্যাবশ্যক সামাজিক কল্যাণমূলক কর্মকান্ড সম্পাদন করে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি
শুল্ক–কর বৃদ্ধির ফলে দেশের তামাক খাতে কী প্রভাব পড়বে
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য