সাউথইস্ট ব্যাংক ও ইনস্টাশিওর যৌথভাবে মাস্টারকার্ডের সঙ্গে বীমা ও স্বাস্থ্যসেবায় কো-ব্র্যান্ডেড কার্ড চালু করেছে
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ এএম
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ইনস্টাশিওর লিমিটেড আজ মাস্টারকার্ডকে সঙ্গে নিয়ে একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড এবং একটি প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে। নতুন কার্ডগুলোতে থাকবে বিভিন্ন বীমা ও স্বাস্থ্যসেবার সুবিধা, যেমন- কম প্রিমিয়াম প্ল্যান, দ্রুত দাবি প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি, এবং স্বাস্থ্য পরীক্ষায় সাশ্রয়ী খরচের সুযোগ।
প্যাথলজি পরীক্ষা ও রেডিওলজিক্যাল ইমেজিংয়ের ওপর ছাড়ের পাশাপাশি, কার্ডহোল্ডাররা জীবন বীমা, দুর্ঘটনা বীমা ও অক্ষমতা বা বিকলাঙ্গতা বীমা পরিকল্পনার ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিস্তৃত মেয়াদে কাভারেজ সুবিধা পাবেন। ইনস্টাশিওর প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন কার্ডহোল্ডাররা ‘সুইচ অন-সুইচ অফ’ বীমা ফিচার ব্যবহারের সুযোগও পাবেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন বলেন, এই সহযোগিতা সাউথইস্ট ব্যাংকের গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধাসহ উদ্ভাবনী সমাধান প্রদানের প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে। নতুন এই কার্ডগুলোর মাধ্যমে গ্রাহকরা শীর্ষস্থানীয় হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন এবং পাশাপাশি কাস্টমাইজড বীমা প্ল্যানও উপভোগ করতে পারবেন। এছাড়া, এই অংশীদারিত্ব আমাদের ক্রেডিট কার্ড পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করবে, যেখানে বিভিন্ন সেগমেন্টের জন্য বৈচিত্র্যময় অফার রয়েছে।
ইনস্টাশিওর লিমিটেড এর সিইও মো. রাফেল কবীর বলেন, বাংলাদেশের প্রথম ‘ইনস্যুরেন্স-অ্যাজ-এ-সার্ভিস প্ল্যাটফর্ম’ হিসেবে, আমরা সাউথইস্ট ব্যাংক ও মাস্টারকার্ডের সঙ্গে সহযোগিতা করতে পেরে আনন্দিত। এর মাধ্যমে আমরা মার্কেটে সহজ, কাস্টমাইজড ও নিরাপদ বীমা পরিকল্পনা নিয়ে আসছি। আমরা বিশ্বাস করি, সেরা কাভারেজ অপশন এবং বাড়তি সুবিধাগুলোর মাধ্যমে, আমাদের গ্রাহকরা একটি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা উপভোগ করবেন এবং তাদের স্বাস্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতকে সুরক্ষিত করতে সক্ষম হবেন।
এছাড়াও, কার্ডহোল্ডাররা ওষুধ কেনায় ছাড়, বিনামূল্যে হোম ডেলিভারি, প্যাথলজি পরীক্ষার জন্য বিনামূল্যে বাসা থেকে নমুনা সংগ্রহ, এবং রোগীর বাড়িতে কেয়ারগিভার সেবায় বিশেষ সুবিধাসহ বাড়তি সুযোগ-সুবিধাও উপভোগ করতে পারবেন।
বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা এবং বীমা সুবিধা বাংলাদেশের সামগ্রিক কল্যাণ ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্ডহোল্ডারদের চাহিদা পূরণের লক্ষ্যে মাস্টারকার্ড নতুন উদ্ভাবনী পণ্য এবং সমাধান চালুর মাধ্যমে গ্রাহকদের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন কার্ডগুলো সহজ লেনদেনের অভিজ্ঞতা প্রদান করবে এবং মাস্টারকার্ডের বিশ্বমানের পেমেন্ট নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি সহ আরও আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করবে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান