এসটিএস গ্রুপের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, এসটিএস ক্যাপিটাল লিমিটেড (এসটিএস গ্রুপ) ও মাস্টারকার্ডের সহযোগিতায় সম্প্রতি একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। এসটিএস গ্রুপের কর্মী, শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকরা কো-ব্র্যান্ডেড এ ক্রেডিট কার্ডের বিশেষ সুবিধা উপভোগ করবেন। এসটিএস গ্রুপের প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি), ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি), গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল এবং এসটিএস গ্রুপ। সম্প্রতি রাজধানীর গুলশানে এসটিএস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) ক্যাম্পাসে কার্ড উন্মোচন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লংকাবাংলা এসটিএস কো-ব্র্যান্ডেড টাইটানিয়াম কার্ড ব্যবহারে স্বল্প খরচে ইএমআই-তে টিউশন ফি প্রদান করতে পারবেন অভিভাবকেরা। এর পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য প্রথম দুই বছর কোনো বার্ষিক ফি থাকবে না এবং তৃতীয় বছর থেকে ন্যূনতম ১২টি লেনদেন করা সাপেক্ষে বার্ষিক ফি মওকুফ করা হবে। কার্ডটি ব্যবহারকারীরা ১০ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট উপভোগ করতে পারবেন। কো-ব্র্যান্ডেড টাইটানিয়াম মাস্টারকার্ডের মাধ্যমে বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, আনলিমিটেড মিট এবং গ্রিট সেবা; ১৩০০ টিরও বেশি মার্চেন্ট পয়েন্টে ডিসকাউন্ট এবং ৯০০ টিরও বেশি ইজিপে মার্চেন্ট পার্টনারে বিনাসুদে কেনাকাটার সুবিধা উপভোগ করবেন ব্যবহারকারীরা। কার্ডমেম্বাররা বিনামূল্যে ৩টি সাপ্লিমেন্টারি কার্ড নিতে পারবেন। এছাড়াও, এই কো-ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে এসটিএস গ্রুপের অধীন প্রতিষ্ঠানসমূহের কর্মী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ স্পেশাল ট্রাভেল বেনিফিট, রিওয়ার্ড পয়েন্ট ও ২৪/৭ কল সেন্টার সুবিধাসহ বিশেষ আর্থিক সুবিধা উপভোগ করবেন।
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম বলেন, এসটিএস গ্রুপের সাথে বিশেষ এ কো-ব্র্যান্ডেড টাইটানিয়াম ক্রেডিট কার্ড চালু করতে পেরে আমরা আনন্দিত। এ কো-ব্র্যান্ডেড কার্ড এসটিএস গ্রুপের কর্মী, শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকদেরকে প্রতিষ্ঠানের শিক্ষার সাথে সম্পর্কিত আর্থিক ব্যবস্থাপনা এবং পরিকল্পনাকে আরও সহজ করার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করবে।
এ অংশীদারিত্ব নিয়ে এসটিএস গ্রুপ লিমিটেডের প্রধান নির্বাহী মানস সিং বলেন, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’র সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের এসটিএস গ্রুপের অভ্যন্তরীণ আর্থিক পরিষেবাগুলিকে আরো উন্নত করতে চাই। এ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডটি শিক্ষাখাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের জন্য নিয়ে আসা হয়েছে এবং এ কার্ডের মাধ্যমে আমাদের এডুকেশন গ্রুপের জন্য বিশেষভাবে উপযোগী বিভিন্ন সুবিধা প্রদান করা হবে, যা আমাদের অংশীদারদের সহায়তা করবে এবং তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, মাস্টারকার্ড লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও এসটিএস গ্রুপের কর্মী, শিক্ষক এবং অভিভাবকদের জন্য নতুন এই কো-ব্র্যান্ডেড কার্ডটি চালু করতে পেরে আনন্দিত। কার্ডটি এসটিএস গ্রুপের জন্য দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এবং আর্থিক সুবিধা নিশ্চিত করবে। এই কো-ব্র্যান্ডেড কার্ড উন্মোচন বাংলাদেশের কমিউনিটির মধ্যে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে মাস্টারকার্ডের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসটিএস গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসটিএস ক্যাপিটাল লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা এস এম রহমাতুল মুজিব, এফসিএ এবং ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত। অনুষ্ঠানে লংকাবংলা ফাইন্যান্স পিএলসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব রিটেইল বিজনেস খুরশেদ আলম ও হেড অব অপারেশনস এ.কে.এম. কামরুজ্জামান এবং মাস্টারকার্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর ম্যানেজার জুবায়ের হোসেন। অনুষ্ঠানে তিনটি প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থতি ছিলেন।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ