বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের ৮ প্রস্তাব
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পিএম
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনের আগে অধিভুক্ত সব অ্যাসোসিয়েশন ও চেম্বারের নির্বাচন সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে অ্যাসোসিয়েশনের বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ। এর পাশাপাশি ৮ দফা প্রস্তাবনা দিয়েছেন তারা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব প্রস্তাব দেয়া হয়।
বক্তারা বলেন, গত দেড় দশকে বাজার নিয়ন্ত্রণে এফবিসিসিআইর উদাসীনতা ও ব্যর্থতার কারণে সিন্ডিকেটের প্রভাবে অনেক নিত্যপণ্য ও ভোগ্যপণ্যের বাজারমূল্য দ্বিগুণ, তিনগুণ বাড়িয়ে একটি মহল রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। এফবিসিসিআই’র নেতৃত্ব শুধুমাত্র কর্পোরেট ব্যবসায়ী ও কর্পোরেট হাউজগুলোর স্বার্থ রক্ষার কাজে ব্যস্ত ছিল, এখানে মাঝারি ওক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ এফবিসিসিআইর সেবা থেকে বঞ্চিত ছিল।
গত ১৮ আগস্ট এফবিসিসিআই’র সাধারণ পরিষদ সদস্যরা বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পরিষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন করেন এবং সরকার গত ১১ সেপ্টেম্বর এফবিসিসিআই’র পরিচালনা পরিষদদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দিয়েছেন।
এ সময় ৮ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে বক্তারা বলেন, এফবিসিসিআই’র নির্বাচনের আগে এর অধিভুক্ত সব অ্যাসোসিয়েশন ও চেম্বারের নির্বাচন সম্পন্ন করতে হবে। কারণ বিগত ১৫ বছরে অধিকাংশ চেম্বার ও অ্যাসোসিয়েশনকে সীমাহীন দলীয়করণ করা হয়েছে। অধিকাংশ চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা ছাত্র-গণহত্যার সহযোগী হিসেবে বিভিন্ন মামলার আসামি এবং অনেকেই পলাতক অবস্থায় রয়েছেন; ফলে বাণিজ্য সংগঠনগুলোতে এক ধরনের শূন্যতা বিরাজ করছে।
এ পরিস্থিতিতে আগামী নির্বাচনে রাজনৈতিক প্রভাবমুক্ত সত্যিকারের সৎ, যোগ্য ব্যবসায়ী প্রতিনিধিদের এফবিসিসিআই’র সদস্যভুক্তি হওয়া অত্যন্ত জরুরি। এফবিসিসিআই’র নির্বাচনের আগে এফবিসিসিআই অধিভুক্ত সব চেম্বার ও অ্যাসোসিয়েশন বিলুপ্ত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে।
বাকি প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে: মনোনীত পরিচালক প্রথা সম্পূর্ণ বাতিল করা। সভাপতি, সহসভাপতি এবং পরিচালক পদে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা। এফবিসিসিআইর পরিচালনা পরিষদ ছোট করা। সহসভাপতি ৭ জনের স্থলে ৩ জন করা। পরিচালনা পরিষদ ছোট করে চেম্বার গ্রুপ থেকে ১৫ জন পরিচালক এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৫ জন পরিচালক নির্ধারণের জন্য সুপারিশ করা হয়। এফবিসিসিআইসহ সব অ্যাসোসিয়েশন ও চেম্বারে পরপর দুইবার নির্বাচিত কর্মকর্তাদেরকে কমপক্ষে একবার বিরতি গ্রহণ করতে হবে।
সবশেষে নির্বাচনী তফসিল ঘোষণার পরে সাধারণ ভোটারদেরকে যে কোনো উপহার, উপঢৌকন প্রদান সম্পূর্ণরুপে নিষিদ্ধ করে জরিমানাসহ আজীবন সদস্যপদ বাতিলের মতো কঠোর শাস্তির বিধান করতে হবে। প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মানার জন্য লিখিত অঙ্গীকারনামা প্রদান করবেন বলে সংস্কার প্রস্তাবনায় উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সমন্বয়ক আবুল কাসেম হায়দার, জাকির হোসেন নয়ন, গিয়াসউদ্দিন চৌধুরী খোকন ও জাকির হোসেন প্রমুখ।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা
উত্তরায় মা ও শিশুর গায়ে এসিড ছুড়ে স্বর্ণালংকার লুট
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক
ভূমি সেবা সংক্রান্ত ৫টি সফটওয়্যারের নতুন সংস্করণ চালু হচ্ছে ডিসেম্বরে : ভূমি সচিব
পার্থে টেস্টের তৃতীয় দিনে দলে যোগ দেবেন রোহিত
দখলদারিত্বভিত্তিক গতানুগতিক ছাত্ররাজনীতি করবে না ছাত্রদল: সাধারণ সম্পাদক নাছির উদ্দিন