নাজমা মোবারেক ইতিহাসে প্রথম নারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে
০৩ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব হিসেবে যোগদান করেছেন নাজমা মোবারেক। রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই বিভাগে যোগদান করেন। এদিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সচিব হিসেবে যোগদান করলেন একজন নারী। এর আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ সময় অর্থ বিভাগে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন এ কর্মকর্তা পদোন্নতি পেয়ে ২০২৩ সালের ৬ জুন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এ কর্মকর্তা পরে যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পাবলিক ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড ফিন্যান্সে এমএসসি ডিগ্রি নেন।
নাজমা মোবারেক বরিশাল জেলার উজিরপুর উপজেলার কাংশি গ্রামে এক সম্ব্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। শিক্ষা জীবনে তিনি ধামুরা উচ্চ বিদ্যালয় হতে এএসসি পরীক্ষায় মানবিক বিভাগ হতে প্রথম বিভাগে এবং ইডেন গার্লস কলেজ হতে এইচ এসসি পরীক্ষায়তেও পর্থেম বিভাগে উত্তির্ণ হন। এসএসসি তে তিনি য়শোর বোর্ডে মেধা তালিকার প্রথম স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগে অনার্স এবং একই বিশ্ববিদ্যালয়ে এমএসএস ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক ইকোনমিক ম্যানেজমেন্ট এ্যান্ড ফাইন্যান্স-এ এ এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি অর্থ বিভাগের পাবলিক ফাইনান্স ইন্সটিটিউট এর একজন নিয়মিত প্রশিক্ষক/রিসোর্স পারসন।
মাঠ পর্যায় বিভিন্ন জেলায় বিভিন্ন পদে কাজ করার পর তিনি সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে অর্থ বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি ন্যাশনাল কনসালট্যান্ট হিসেবে স্ট্রেনদেনিং পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট প্রজেক্ট (এসপিইএমপি) শীর্ষক প্রকল্পে দায়িত্ব পালন করেছেন। অর্থ বিভাগে তিনি জাতীয় বাজেট প্রণয়নের সাথে জড়িত ছিলেন এবং তিনিই প্রথম নারী অতিরিক্ত সচিব যিনি সাফল্যের সাথে জাতীয় বাজেট প্রণয়ণ করেন। এছাড়াও তিনি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, নেসকো, সেনা কল্যান সংস্থা, জীবন বীমা কর্পোরেশন এর পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ’ সিস্টেম স্থাপন টিমে তিনি একজন সদস্য ছিলেন। উক্ত সিস্টেম স্থাপন ও সফলভাবে বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ‘অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ’ সিস্টেমটির জন্য তিনি দলগতভাবে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২’ অর্জন করেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার মাধ্যমে সরকারের আইন, নীতি, কৌশল, ও উন্নয়ন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি ১৪তম বিপিএটিসি প্রশিক্ষণ কোর্সে ফাউন্ডেশন কোর্স সম্পন্ন করেছেন এবং উক্ত কোর্সে সকল প্রশিক্ষনার্থীর মধ্যে মেধাক্রম হিসেবে ১৪তম স্থান অর্জন করেন। তিনি ৩৯তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন এবং উক্ত কোর্সেও তিনি সকল প্রশিক্ষনার্থীর মধ্যে মেধাক্রম হিসেবে ৫ম স্থান অর্জন করেন। এছাড়াও তিনি ১১১তম এসিএডি কোর্স সম্পন্ন করেন এবং উক্ত কোর্সের ফলাফলেও তিনি মেধাক্রম হিসেবে ৪র্থ স্থান অর্জন করেন।
দেশে ও বিদেশে তিনি নানা ওয়ার্কসপ, প্রশিক্ষণ, সেমিনার, স্ট্যাডি ট্যুর ও শর্ট কোর্সে অংশগ্রহণ করেন। তিনি প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে গমণ করেন এবং তা সাফল্যের সাথে সম্পন্ন করেন। এছাড়াও তিনি বৈদেশিক ভ্রমণের অংশ হিসেবে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায় গমণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। তার জীবনসঙ্গী বিসিএস ট্যাক্স ক্যাডার বর্তমানে কর কমিশনার হিসেবে কর্মরত আছেন।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী
সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫
ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়া ৭২ পর্যটক উদ্ধার
‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল!
নরওয়েতে বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, গুরুতর আহত ৪
ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ
ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা
কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান
ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি
হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা