নাজমা মোবারেক ইতিহাসে প্রথম নারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে
০৩ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন সচিব হিসেবে যোগদান করেছেন নাজমা মোবারেক। রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই বিভাগে যোগদান করেন। এদিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সচিব হিসেবে যোগদান করলেন একজন নারী। এর আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ সময় অর্থ বিভাগে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন এ কর্মকর্তা পদোন্নতি পেয়ে ২০২৩ সালের ৬ জুন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এ কর্মকর্তা পরে যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পাবলিক ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড ফিন্যান্সে এমএসসি ডিগ্রি নেন।
নাজমা মোবারেক বরিশাল জেলার উজিরপুর উপজেলার কাংশি গ্রামে এক সম্ব্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। শিক্ষা জীবনে তিনি ধামুরা উচ্চ বিদ্যালয় হতে এএসসি পরীক্ষায় মানবিক বিভাগ হতে প্রথম বিভাগে এবং ইডেন গার্লস কলেজ হতে এইচ এসসি পরীক্ষায়তেও পর্থেম বিভাগে উত্তির্ণ হন। এসএসসি তে তিনি য়শোর বোর্ডে মেধা তালিকার প্রথম স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগে অনার্স এবং একই বিশ্ববিদ্যালয়ে এমএসএস ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক ইকোনমিক ম্যানেজমেন্ট এ্যান্ড ফাইন্যান্স-এ এ এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি অর্থ বিভাগের পাবলিক ফাইনান্স ইন্সটিটিউট এর একজন নিয়মিত প্রশিক্ষক/রিসোর্স পারসন।
মাঠ পর্যায় বিভিন্ন জেলায় বিভিন্ন পদে কাজ করার পর তিনি সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে অর্থ বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি ন্যাশনাল কনসালট্যান্ট হিসেবে স্ট্রেনদেনিং পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট প্রজেক্ট (এসপিইএমপি) শীর্ষক প্রকল্পে দায়িত্ব পালন করেছেন। অর্থ বিভাগে তিনি জাতীয় বাজেট প্রণয়নের সাথে জড়িত ছিলেন এবং তিনিই প্রথম নারী অতিরিক্ত সচিব যিনি সাফল্যের সাথে জাতীয় বাজেট প্রণয়ণ করেন। এছাড়াও তিনি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, নেসকো, সেনা কল্যান সংস্থা, জীবন বীমা কর্পোরেশন এর পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ’ সিস্টেম স্থাপন টিমে তিনি একজন সদস্য ছিলেন। উক্ত সিস্টেম স্থাপন ও সফলভাবে বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ‘অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ’ সিস্টেমটির জন্য তিনি দলগতভাবে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২’ অর্জন করেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার মাধ্যমে সরকারের আইন, নীতি, কৌশল, ও উন্নয়ন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি ১৪তম বিপিএটিসি প্রশিক্ষণ কোর্সে ফাউন্ডেশন কোর্স সম্পন্ন করেছেন এবং উক্ত কোর্সে সকল প্রশিক্ষনার্থীর মধ্যে মেধাক্রম হিসেবে ১৪তম স্থান অর্জন করেন। তিনি ৩৯তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন এবং উক্ত কোর্সেও তিনি সকল প্রশিক্ষনার্থীর মধ্যে মেধাক্রম হিসেবে ৫ম স্থান অর্জন করেন। এছাড়াও তিনি ১১১তম এসিএডি কোর্স সম্পন্ন করেন এবং উক্ত কোর্সের ফলাফলেও তিনি মেধাক্রম হিসেবে ৪র্থ স্থান অর্জন করেন।
দেশে ও বিদেশে তিনি নানা ওয়ার্কসপ, প্রশিক্ষণ, সেমিনার, স্ট্যাডি ট্যুর ও শর্ট কোর্সে অংশগ্রহণ করেন। তিনি প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে গমণ করেন এবং তা সাফল্যের সাথে সম্পন্ন করেন। এছাড়াও তিনি বৈদেশিক ভ্রমণের অংশ হিসেবে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায় গমণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। তার জীবনসঙ্গী বিসিএস ট্যাক্স ক্যাডার বর্তমানে কর কমিশনার হিসেবে কর্মরত আছেন।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মেসিকে নিয়ে বড় পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সঙ্গে কাজ করতে তৈরি আছি: হাছান মাহমুদ
দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না : যুবদল সভাপতি
ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি শাজাহান খান
আলোকচিত্রশিল্পী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত স্থগিত
সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ মহাসম্মেলন কাল
ব্র্যাক ব্যাংকের ৩০,০০০ কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক
ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণায় জোর দিতে স্থানীয় সরকার উপদেষ্টার পরামর্শ
ব্রাহ্মণপাড়ায় জেলেকে পিটিয়ে হত্যা
কুয়াকাটায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
কলারোয়ায় হাজার হাজার ছাগলের মৃত্যু
হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদ
শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৯
লোহাগাড়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
বন্দরগুলোর অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : নৌপরিবহন উপদেষ্টা
পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ধামরাইয়ে পুলিশ ক্যাম্পে ঝুলছে তালা
ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স
যশোরে বিএনপি নেতার আদালতে আত্মসমর্পণ
যশোর শহরজুড়ে রাস্তার পাশে ময়লার ভাগাড়