জাইকার সহযোগিতায় রাজউকের তৃতীয় ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত
০৭ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আজ (০৭ নভেম্বর) তৃতীয় ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) সেমিনারের আয়োজন করে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ)। সেমিনারে চূড়ান্ত পর্যালোচনায় থাকা খসড়া টিওডি নীতিমালাগুলো উপস্থাপন করা হয়; যা ঢাকার ভবিষ্যৎ নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
জাইকা’র চলতি টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্টের আওতায় ‘দ্য প্রজেক্ট ফর ডেভেলপমেন্ট অব পলিসি অ্যান্ড গাইডলাইন্স ফর ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট ম্যাস ট্রানজিট করিডোরস’ শীর্ষক এই সেমিনারে প্রকল্প কার্যক্রমের অগ্রগতি ও টিওডি নীতিমালার বিষয়বস্তু উপস্থাপন করা হয়। টিওডি পদ্ধতিতে গণপরিবহনকে (পাবলিক ট্রান্সপোর্ট) কেন্দ্র করে নগর উন্নয়ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সিদ্দিকুর রহমান সরকার, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুর রউফ এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।
জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে আশাবাদ ব্যক্ত করে জানান, এই টিওডি কৌশল ঢাকার মানুষের জীবনকে আরও কার্যকর ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে গণপরিবহনের সুবিধা ও গুরুত্ব বৃদ্ধি করবে; একইসাথে, গাড়ি ও যানজট বৃদ্ধির প্রবণতার বাইরে গিয়ে সুবিশাল সম্ভাবনা হিসেবে কাজ করবে। এক্ষেত্রে তিনি সহযোগী সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতাকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যমত প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। ঢাকার ‘ডিটেইলড এরিয়া প্ল্যান’ (ড্যাপ) ও বিভিন্ন নীতিতে টিওডি নীতিমালা অন্তর্ভুক্ত করার মাধ্যমে এর ব্যাপক ব্যবহার ও প্রয়োগ বাড়বে বলে দৃঢ় আশাবাদ জানান তিনি।
নোজোমি হিশিদার নেতৃত্বে জাইকা’র একটি বিশেষজ্ঞ দল মূল অংশীজনদের সহযোগিতায় টিওডি নীতিমালা প্রস্তত করছে। এরমধ্যে রয়েছে- ঢাকায় টিওডির সাধারণ কাঠামো, মূল প্রক্রিয়া ও পরিকল্পনার বিষয়বস্তু এবং টিওডি বোঝার ক্ষেত্রে এর বাস্তবায়ন পদ্ধতি। এসময়, গাবতলী এলাকার জন্য আগামীর এমআরটি লাইন- ৫ ও ২ এর নির্ধারিত পরিকল্পনাসহ একটি অন্যতম পাইলট প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। পরে সরকারি কর্মকর্তা, অ্যাকাডেমিয়া ও বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তাদের গঠনমূলক প্রশ্ন ও আলোচনা থেকে সেমিনারে অত্যন্ত ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়।
সেমিনারে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অংশীজন; রাজউক, ডিটিসিএ (ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ), ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড), বিআরটিসি (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন), বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ), ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ), ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন), ডিএসসিসি (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাকাডেমিয়া ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন। টিওডি উদ্যোগকে সফল করতে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করতেই এই আয়োজনে অংশ নেন তারা।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জকিগঞ্জে পরিবারের উপর রাগ করে যুবকের আত্মহত্যা : লাশ উদ্ধার
স্বৈরাচারের দোসররা এখনও চাকরিতে বহাল : ফাহামের উদ্বেগ
রিমান্ড শুনানিতে আদালতে যা বললেন আমু
শরণখোলায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বিজিবি’র অভিযানে অক্টোবর মাসে ২২৫ কোটি ৮৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত আর ১ জনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো ৩
সম্মিলিত প্রচেষ্টায় সেন্ট মার্টিন দ্বীপকে প্লাস্টিকমুক্ত দ্বীপে রূপান্তরের আহ্বান জানালেন সৈয়দা রিজওয়ানা হাসান
তারাকান্দায় সিএনজি ও হ্যান্ডট্রলীর সংঘর্ষে আহত-৫
মূল্যস্ফীতি সহনীয় করতে আমরা ওয়াদাবদ্ধ : প্রেস সচিব
পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ইউএস ইন্দো-প্যাসিফিক প্রতিনিধি দল
সরকার ভ্রমণপিপাসুদের সিলেটমুখী করতে চায়- সিলেটে ট্যুরিজম র্বোডের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহৈর
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মাছুম আটক
সিংগাইরে প্রবাসী উজ্জ্বল হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার -৩
অ্যাডিশনাল ডিআইজি মো. জোবায়দুর রহমানের ইন্তেকাল
শেখ হাসিনার পতনে ভারতের হৃদয়ে ভয়ংকর জ্বালা:রিজভী
তামাক আইন সংশোধনের খসড়ায় ‘পরিমার্জন’ চায় সরকার
ফ্যাসিস্ট সরকারে সুবিধাভোগীদের জায়গা বিএনপিতে হবে না: সেলিমুজ্জামান সেলিম
সমাবেশ শেষে ক্যাম্পাস পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন মহাসম্মেলনে আসা যুবকরা
জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানের আকাঙ্খা ছিল পরিবর্তন ও সংস্কার -ব্যারিষ্টার ফুয়াদ