রাইডারদের জন্য দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন ফুডপ্যান্ডার
০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
প্রথমবারের মতো রাইডার পার্টনারদের জন্য দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। রাইডারদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক মাঠে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে ঢাকার বিভিন্ন জোন থেকে প্রায় ১৫০ জন রাইডার আটটি দলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জিতে নেয় টিম গুলশান ভাইপারস। চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে পায় ২৫ হাজার টাকা এবং চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়। টুর্নামেন্টে রানার-আপ হয় টিম বেইলি রোড ড্র্যাগনস। পুরস্কার হিসেবে তাদের ট্রফি, ১৫ হাজার টাকা ও খেলোয়াড়দের মেডেল দেওয়া হয়। ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হিসেবে নির্বাচিত খেলোয়াড়কে পুরস্কার হিসেবে দেয়া হয় ১০ হাজার টাকা ও ক্রেস্ট; আর টুর্নামেন্টের ‘বেস্ট গোলকিপার’ পান ৩ হাজার টাকা ও ক্রেস্ট।
ফুডপ্যান্ডার পক্ষ থেকে রাইডার রিক্রুটমেন্টের সিনিয়র ম্যানেজার রুহুল আমিন রবিন ও রাইডার এক্সপেরিয়েন্সের ম্যানেজার সাহিদা ফাতেমা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। ফুডপ্যান্ডার কর্মকর্তারা টুর্নামেন্টে উপস্থিত থেকে অংশগ্রহণকারী দলগুলোকে উৎসাহিত করেন। ঢাকার বিভিন্ন জোনের রাইডাররা নকআউট ফরম্যাটের এ টুর্নামেন্টে আটটি দলে ভাগ হয়ে অংশ নেন। দলগুলো হল- গুলশান ভাইপারস, ধানমন্ডি মাদ্রিদ, মিরপুর টার্মিনেটরস, লালবাগ রয়্যালস, বসুন্ধরা ডিফেন্ডার্স, মোহাম্মদপুর ব্যান্ডিটস, উত্তরা অ্যাভেঞ্জার্স ও বেইলি রোড ড্র্যাগনস। টুর্নামেন্টের আয়োজন নিয়ে ফুডপ্যান্ডার অপারেশন্স ডিরেক্টর হায়দার মালিক বলেন, “আমাদের রাইডাররাই আমাদের কার্যক্রমের অন্যতম চালিকাশক্তি। রাইডাররা যেন তাদের কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি লাভ করেন এবং সুস্থ জীবনযাপন করতে পারেনএজন্য আমরা তাদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। রাইডারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।” রাইডার ফুটবল টুর্নামেন্টটি ফুডপ্যান্ডার ‘প্যান্ডা হার্টস’ কর্মসূচির অংশ। রাইডারদের সুরক্ষা, সুস্থতা, ব্যক্তিগত উন্নয়ন এবং কমিউনিটির সাথে সম্পৃক্ততা বৃদ্ধিতে এ কর্মসূচি ভূমিকা রাখছে। এর আগে, এ কর্মসূচির অধীনে ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করেছিল ফুডপ্যান্ডা। ফুটবল টুর্নামেন্টটি আয়োজনে সহযোগী হিসেবে অংশ নিয়েছে প্রাণ ও পিৎজা হাট এবং জার্সি স্পন্সর করেছে নিউ সান।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কিশোরগঞ্জের হাওর-অর্থনীতি বেগবান করতে চলছে কয়েকশ কোটি টাকার প্রকল্প
প্লাস্টিক ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: অতিরিক্ত সচিব ফাহমিদা খানম
দেশের ৬৯ কারাগারের ১৯টি ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক
পায়রার রাজস্ব আয় বাড়বে তিনগুণ, দেশের অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা
মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ : রিজভী
কঠিন সময় পার করছে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা
কুড়িগ্রামে সাবেক এমপি পুত্র সবুজ গ্রেফতার
ভারতে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
অমৃতসরে স্বর্ণ মন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদালের ওপর গুলিবর্ষণ
খুলনায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু
বাড়তি মেদ কমাতে ‘খাওয়া কমানো’ কতটা কার্যকর
কিশোরগঞ্জে সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন
আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে বিক্ষোভ
নগর ভবনের দায়িত্বশীলদের অবহেলায় নগরবাসীর দূর্ভোগসহ ঝুঁকিও ক্রমশ বাড়ছে
গ্যাস বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা থাকবে না যেসব এলাকায়
চিন্ময় দাস ইস্যুতে উদ্দেশ্যমূলক প্রশ্নে মামলার তথ্য নেই বলে জানালো যুক্তরাষ্ট্র
রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব
মুন্নী সাহার অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা, নেটদুনিয়ায় আলোড়ন
নকলায় ট্রাক চাপায় আহত নানী সুন্দরী বেগমও মারা গেছেন