স্মার্ট ও স্বাস্থ্যকর রান্নার সমাধানে বাজারে এলো স্যামসাংয়ের ছয়টি মাইক্রোওয়েভ ওভেন
২৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩০ পিএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩০ পিএম

বেকিং, গ্রিল সহ নানা স্টাইলের রান্না নিয়ে শৌখিন হতে এখন আর বাধা নেই, কারণ স্যামসাং সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের সবচেয়ে আধুনিক ৬টি মডেলের মাইক্রোওয়েভ ওভেন। এই লাইন-আপের ওভেনগুলো মূলত ব্যবহারকারীদের জীবনযাত্রাকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার পাশাপাশি স্বাস্থ্যকর রান্না নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেয়। স্যামসাংয়ের অংশীদার প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে দেশেই নিজেদের কারখানায় এই ওভেনগুলোর অ্যাসেম্বলি কার্যক্রম শুরু করেছে। ওভেনে ব্যবহৃত প্রতিটি যন্ত্রাংশ স্যামসাং মালয়েশিয়ার কারখানা থেকে সরাসরি আমদানি করা হচ্ছে।
এ উপলক্ষে গত ২৭ জানুয়ারি রাজধানীর আমারি ঢাকা হোটেলে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করে স্যামসাং। আয়োজনে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, এবং স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর সহ আরো উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো শহিদুল ইসলাম; ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন; র্যানকন হোল্ডিংস লিমিটেডের ইলেকট্রনিক্সের বিভাগীয় পরিচালক ঈয়ামিন শরীফ চৌধুরী; ইলেকট্রা ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর সাহিদ আহমেদ আব্দুল্লাহ; বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের ডিজিএম (প্রোডাক্ট এন্ড মার্কেটিং) এ.এস.এম. মুনতাসির চৌধুরী সহ ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড, র্যাংগস ইমার্ট, ইলেকট্রা ইন্টারন্যাশনাল ও বাটারফ্লাই বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে তিনটি ২৮ লিটার কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন (এমসি২৮একে, এমসি২৮ভিকে, এমসি২৮ভিএস), একটি ২৩ লিটার সোলো মাইক্রোওয়েভ ওভেন (এমএস২৩একে), একটি ২৩ লিটার গ্রিল মাইক্রোওয়েভ ওভেন (এমজি২৩একে), এবং একটি ২১ লিটার কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন (সিই৭৬জেডি) ।
“কুক হেলদি, লিভ স্মার্ট” এই ধারণাটি মূলে রেখে বাজারে আসা স্যামসাংয়ের এই নতুন ওভেন লাইনআপটির বিশেষত্ব হল, এর মাধ্যমে ব্র্যান্ডটি স্বাস্থ্যসম্মত উপায়ে রান্নার ওপর বিশেষভাবে জোর দিয়েছে, একইসাথে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের জীবনযাত্রার মান আরো উন্নত করারও প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ বিশেষ সব ফিচারের মাধ্যমে স্যামসাং তাদের এই প্রতিশ্রুতি বজায় রেখেছে। যেমন, ওভেনের স্লিম ফ্রাই টেকনোলজি’র মাধ্যমে ৮০ শতাংশ তেল সাশ্রয় করে স্বাস্থ্যকর উপায়ে যেকোনো ভাজা খাবার তৈরি করা যায়। এতে রয়েছে ট্রিপল ডিস্ট্রিবিউশন সিস্টেম (টিডিএস), যা তিনটি মাইক্রোওয়েভ অ্যান্টেনার সাহায্যে রান্নার প্রতিটি অংশে সমানভাবে তাপ পৌঁছে দেয়। এতে আরো রয়েছে ১০ বছরের ওয়ারেন্টির আওতাধীন ডিউরেবল সিরামিক এনামেল কোটিং, যা তেল চিটচিটে রান্নার পরও ওভেন পরিষ্কারের ঝক্কি দূরে রাখে। এতে আরো রয়েছে কুইক ডিফ্রস্ট, ডিওডোরাইজেশন, ব্রাউনিং প্লাস অপশন, টার্নটেবল অন/অফ, এবং ইকো মোডের মত চমৎকার সব ফিচার, যা ব্যবহারকারীদের জন্য রান্নার অভিজ্ঞতা অনেক বেশি আনন্দময় করে তোলে।
“গ্রাহকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা নিয়ে গবেষণা ও সঠিক সমাধান বের করে আনতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে স্যামসাং। রান্নার ক্ষেত্রে বিভিন্ন ঝক্কিঝামেলা এড়াতে আমরা আমাদের মাইক্রোওয়েভ ওভেনে অভিনব সব ফিচার যোগ করছি। এমন উদ্ভাবনী সব ফিচার আর সুবিধা আপনি একসাথে অন্য কোনও ব্র্যান্ডে পাবেন না। এর ধারবাহিকতায়, আমাদের এই ছয়টি মডেলের ওভেন উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে আপনার প্রতিদিনের রান্নায় বিভিন্ন সমস্যার সমাধান দেবে, ফলে আপনার বাড়িতে রান্নার অভিজ্ঞতা হয়ে উঠবে আরও স্মার্ট, আর খাবার হবে আরো স্বাস্থ্যকর”, বলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং ।
সকল ট্রান্সকম ডিজিটাল, র্যাংগস ইমার্ট, ইলেকট্রা আউটলেট, এবং স্যামসাং অনুমোদিত ডিলার স্টোরে বর্তমানে এই ৬টি মাইক্রোওয়েভ ওভেন পাওয়া যাচ্ছে; মূল্য ১৮,৫০০ টাকা থেকে শুরু। বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্যামসাং এর কাস্টমার কেয়ার নাম্বারে ০৮০০০ ৩০০ ৩০০ (টোল ফ্রি)।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

দাঁত ভাঙ্গা জবাব চীনের

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন

সড়কের মৃত্যুদূত মোটরসাইকেল

দায়ের করলেন ‘গোপন অভিযোগ’ দুদকে হঠাৎ হাসনাত-সারজিস

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের সঙ্গে একমত নয় বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান ইউজিসির