ডোমিনোজ পিৎজা রমজান উপলক্ষে ৩০ হাজার ফ্রি খাবার বিতরণ করবে
ডোমিনোজ পিৎজা বাংলাদেশ, তাদের এবারের রমজান ক্যাম্পেইন "বক্সে ছড়াই উৎসবের খুশি” একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সবার সামনে উন্মোচন করেছে। গুলাশান ১-এ অবস্থিত ডোমিনোজ পিৎজা এর আউটলেটে প্রেস কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। রমজানের শিক্ষা ও মূল্যবোধের সাথে কাস্টমারদের মাঝে খুশি ছড়াতে এই ক্যাম্পেইনটি তৈরি করা হয়েছে বলে প্রেস ব্রিফিং-এ জানানো হয়। বুধবার (২২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই ক্যাম্পেইন -এর...