এই ঈদে ১০ হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটে ব্যবহৃত সেরা পারফর্মেন্সের চিপসেট ইউনিসক টি৬০৬
১০ হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটে ব্যবহৃত চিপসেটগুলোর মধ্যে সেরা পারফর্মেন্সের চিপসেটের মর্যাদা পেয়েছে ইউনিসক টাইগার টি৬০৬ চিপসেটটি।আনটুটু এবং গিকবেঞ্চ বেঞ্চমার্ক অনুযায়ী এই বাজেটের স্মার্টফোনগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর পেয়েছে ইউনিসক টি৬০৬ চিপসেট। পাশাপাশি গেমিংপারফর্মেন্সের দিক দিয়েও অন্যান্য চিপসেটের চেয়ে এগিয়ে ইউনিসক টি৬০৬। যার ফলে এই ঈদে ১০ হাজার টাকা মূল্যের মধ্যে থাকা স্মার্টফোনগুলোর মধ্যে ইউনিসক টি৬০৬ চিপসেটযুক্ত হ্যান্ডসেটটি গ্রাহকদের কাছে সেরা...