ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার রমজান অফার
পবিত্র রমজান মাসে দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা মাসব্যাপী বিশেষ রমজান বুফে ঘোষণা করেছে। এতে থাকছে ঐতিহ্যবাহী দেশীয়, ভূমধ্যসাগরীয়, আরবি এবং উপমহাদেশীয় সুস্বাদু খাবারের সমারোহ।
ব্যাংক এশিয়ার সহযোগিতায় এই দুই হোটেলের বিশেষ রমজান আয়োজনের দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ শেফ রিমোন ওবাইদ, স্বপন রোজারিও, আহমেত গুলার এবং সাঈত দুরসান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দ্য ওয়েস্টিন ঢাকার সিজনাল...