ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১

কিশোর গ্যাং রুখতে হবে

Daily Inqilab ইনকিলাব

১২ মে ২০২৩, ০৮:১২ পিএম | আপডেট: ১৩ মে ২০২৩, ১২:০২ এএম

কিশোর গ্যাংয়ের অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম নতুন কিছু নয়। দিন দিন এর দৌরাত্ম্য এতটাই বৃদ্ধি পাচ্ছে যে, কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ ও দমন করা যাচ্ছে না। রাজধানী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যাত্রাবাড়ীতে কিশোর গ্যাংয়ের হাতে খুন হয় এক পরীক্ষার্থী। চট্টগ্রামে জোড়া খুনের ঘটনা ঘটিয়েছে কিশোর গ্যাং। পুলিশের তালিকা অনুযায়ী, ডিএমপি’র ৮টি বিভাগের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য সবচেয়ে বেশি তৎপর তেজগাঁও বিভাগে। এ এলাকায় তালিকাভুক্ত কিশোর অপরাধীর সংখ্যা ১০৫০। এখানে বিভিন্ন নামে ১৪টি কিশোর গ্যাং রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ কিশোর অপরাধী রয়েছে উত্তরায়। মিরপুর এলাকায় রয়েছে ২৩টি গ্রুপ। এছাড়া অভিজাত এলাকা বনানী-গুলশানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং গড়ে উঠেছে। দেখা যাচ্ছে, কিশোর গ্যাং রাজধানীতে জালের মতো বিস্তার লাভ করেছে এবং ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, এসব গ্যাং গড়ে ওঠা এবং মদদ দেয়ার ক্ষেত্রে শীর্ষ ও তালিকাভুক্ত সন্ত্রাসী, এলাকার রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে। তারা নানা কাজে কিশোর গ্যাংকে ব্যবহার করছে। এদের আশ্রয়-প্রশ্রয় পেয়ে কিশোর গ্যাং এখন অনেকটাই দুর্দমনীয় হয়ে উঠেছে।

সাধারণত ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের কিশোর হিসেবে অভিহিত করা হয়। তারা অপরাধে জড়ালে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। তবে কিশোর গ্যাংয়ের বর্তমান যে ট্রেন্ড তা পেশাদার অপরাধীদের মতো। তারা খুন, ছিনতাই, মাদক কারবার, মাদকাসক্তিসহ এমন কোনো অপরাধ নেই, যাতে জড়াচ্ছে না। তাদের অপরাধ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আইনশৃঙ্খলা বাহিনী পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারছে না। বলার অপেক্ষা রাখে না, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ধাবিত। দিনে-রাতে অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। রাতের ঢাকাও অনিরাপদ হয়ে উঠেছে। কয়েকদিন আগে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এছাড়া ছিনতাই, চুরি, ডাকাতি হরহামেশা হচ্ছে। রাজধানীর রাত এখন আগের চেয়ে অনেক ব্যস্ত হয়ে উঠেছে। বেসরকারি অনেক প্রতিষ্ঠান এবং ব্যবসা-বাণিজ্য কেন্দ্রও রাত অবদি খোলা থাকে। বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম চলে। এছাড়া বিদেশগামী যাত্রীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় যাত্রীরা চলাচল করে। চলাফেরার পথে তারা ছিনতাইকারিসহ দুর্বৃত্তদের কবলে পড়ছে। এমনকি খুনের শিকার হচ্ছে। ওদিকে সড়ক-মহাসড়কে ডাকাতি ও মালামাল ছিনতাই হরহামেশা হচ্ছে। অন্যদিকে, রাতের ঢাকার রাস্তাঘাটের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন, পুলিশকে অন্য কাজে বিশেষ করে রাজনৈতিক দমন-পীড়ন ও বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতারের কাজে বেশি ব্যবহার করা হচ্ছে। এ কাজে পুলিশ যত বেশি তৎপর, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ততটাই ব্যর্থ হচ্ছে। রাত-বিরাতে চলাফেরার ক্ষেত্রে মানুষ এখন অনেকটা আতঙ্কের মধ্যে বসবাস করছে। এর মধ্যে এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে। এরা এতটাই দুর্দমনীয় হয়ে উঠেছে যে, তাদের ভয়ে এলাকাবাসী আতঙ্কে থাকে। এক্ষেত্রে পুলিশ তেমন কোনো ভূমিকা পালন করতে পারছে না। সমাজবিদরা বলছেন, এক্ষেত্রে সমাজের আভিভাবকদেরও ভূমিকা রয়েছে। তবে কিশোর গ্যাংয়ের পেছনে চিহ্নিত সন্ত্রাসী ও প্রভাবশালীরা থাকায় এবং তাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করায় সচেতন মহল তেমন ভূমিকা রাখতে পারছে না। এক্ষেত্রে পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কিশোর গ্যাং দমন করা এখন সময়ের দাবি। কিশোর বয়স থেকে যে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে, বড় হয়ে সে আরও বড় সন্ত্রাসী হওয়ার আশঙ্কা থেকে যায়। ফলে কিশোর গ্যাংয়ের সাথে যারা জড়িত তাদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। যেসব কিশোর গ্যাং কালচারে জড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সংশোধন কেন্দ্রে পাঠানো এবং সেখানে যাতে তারা প্রকৃত অর্থেই সংশোধিত হয়ে সমাজে ফিরতে পারে, এ ব্যবস্থা করতে হবে। সমাজের অভিভাবকদেরও এ ব্যাপারে সচেতন হতে হবে। যারা কিশোর গ্যাংকে প্রশ্রয় দেয় তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অভিভাবকদের তাদের সন্তানের আচার-আচরণ, চলাফেরার দিকে খেয়াল রাখতে হবে। সন্তান কখন কোথায় যায়, কি করে, কাদের সাথে মেশে, এ ব্যাপারে নিয়মিত খোঁজ-খবর নিতে হবে। কিশোর গ্যাং সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। যতই দিন যাচ্ছে তাদের অপরাধের দৌরাত্ম্যের মাত্রা ততই মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এখনই আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থাকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সমাজের জনপ্রতিধিদেরও দায়িত্ব রয়েছে। তাদের এলাকায় কারা কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে, এ ব্যাপারে খোঁজ নিয়ে তাদের শোধরানোর উদ্যোগ নিতে হবে।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাটু‌রিয়ায় গা‌ড়ি চাপায় ২ সব‌জি বি‌ক্রেতা নিহত

সাটু‌রিয়ায় গা‌ড়ি চাপায় ২ সব‌জি বি‌ক্রেতা নিহত

প্রাণী সম্পদ মন্ত্রীর অনুরোধকে পাওা দিলো না ইসলামি শাতন্ত্র আন্দোলন

প্রাণী সম্পদ মন্ত্রীর অনুরোধকে পাওা দিলো না ইসলামি শাতন্ত্র আন্দোলন

নাটোরের গুরুদাসপুরে অবৈধ পুকুর খননকারী ও গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন আহত

নাটোরের গুরুদাসপুরে অবৈধ পুকুর খননকারী ও গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন আহত

মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

কলাপাড়ায় নিষিদ্ধ শাপলা পাতা, পিতাম্বরী ও হাঙ্গর মাছ জব্দ

কলাপাড়ায় নিষিদ্ধ শাপলা পাতা, পিতাম্বরী ও হাঙ্গর মাছ জব্দ

সৌরজগতের বহু দূরে জেগে উঠল ভয়েজার-১, উচ্ছ্বসিত নাসার বিজ্ঞানীরা

সৌরজগতের বহু দূরে জেগে উঠল ভয়েজার-১, উচ্ছ্বসিত নাসার বিজ্ঞানীরা

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখাল নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখাল নিহত

রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে

রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে

রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের

রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের

ভারতের ৫২৭ খাদ্যপণ্যে বিষ : ব্যাপক উদ্বেগ, বাংলাদেশেও নিষিদ্ধের দাবি

ভারতের ৫২৭ খাদ্যপণ্যে বিষ : ব্যাপক উদ্বেগ, বাংলাদেশেও নিষিদ্ধের দাবি

গাজীপুরে কভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কা নিহত ১, আহত ৪

গাজীপুরে কভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কা নিহত ১, আহত ৪

চাঁদপুরে উপজেলা নির্বাচনে পৌর এলাকার ভোটার প্রার্থী হতে পারেন না, ভোটও দিতে পারবেন না

চাঁদপুরে উপজেলা নির্বাচনে পৌর এলাকার ভোটার প্রার্থী হতে পারেন না, ভোটও দিতে পারবেন না

ময়লার গাড়ির ধাক্কায় আইডিয়ালের শিক্ষার্থীর মৃত্যু

ময়লার গাড়ির ধাক্কায় আইডিয়ালের শিক্ষার্থীর মৃত্যু

কুয়াকাটায় তীব্র গরম থেকে মুক্তি পেতে ইস্তিসকার নামাজ আদায়

কুয়াকাটায় তীব্র গরম থেকে মুক্তি পেতে ইস্তিসকার নামাজ আদায়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরলো দুই বাংলাদেশির লাশ

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরলো দুই বাংলাদেশির লাশ

দক্ষিণ ভারতে মোদীর হিন্দুত্বের তাস কেন ব্যর্থ?

দক্ষিণ ভারতে মোদীর হিন্দুত্বের তাস কেন ব্যর্থ?

গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদে আরও এক কর্মকর্তার পদত্যাগ

গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদে আরও এক কর্মকর্তার পদত্যাগ

মেহেন্দিগঞ্জে চোরের ছুরিকাঘাতে আহত গৃহবধূর মৃত্যু

মেহেন্দিগঞ্জে চোরের ছুরিকাঘাতে আহত গৃহবধূর মৃত্যু

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

মোদী ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিস

মোদী ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিস