বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন একটি বাস্তবোচিত উদ্যোগ
১৬ জুন ২০২৩, ০৭:৪৩ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ১২:০১ এএম
দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী ২০ জুলাই রাজধানীর আমিন বাজার ল্যান্ডফিলে দেশের প্রথম বর্জ্য বিদুৎকেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদুৎ ঘাটতি হ্রাস ও বর্জ্যকে স¤পদে পরিণত করার চিন্তা থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে। গত বৃহ¯পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ইনসিনারেশন প্ল্যান্ট-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। এই বিদ্যুৎ প্ল্যান্টে প্রতিদিন ৩০০০ টন মিক্সড বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ২০২৫ সালের অক্টোবের এই প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রতি ইউনিটের দাম পড়বে ২১ টাকা।
দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা বহুবছর ধরে শোনা যাচ্ছে। এর বাস্তবায়ন দেখা যায়নি। আমিন বাজারে বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ থেকে বোঝা যাচ্ছে, এর বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। এটি একটি সুসংবাদ। এখন বর্জ্য পরিবেশ দূষণের কারণ হবে না। এটি যে কাজে লাগানো যায় এবং পরিবেশকে বিশুদ্ধ রাখা যায়, তার নজির হচ্ছে এ থেকে বিদ্যুৎ উৎপাদন। বিশ্বের বহু দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে। উন্নত বিশ্বের দেশগুলোর বেশিরভাগই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করছে। এক্ষেত্রে চীন এক নম্বর অবস্থানে রয়েছে। চীন বর্জ্য থেকে প্রতিবছর ১ লাখ ১৮ হাজার ৬৪৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। যুক্তরাষ্ট্র প্রতিবছর ৭১ হাজার ৭১৪, জার্মানি ৫৭ হাজার ২০০, যুক্তরাজ্য ৪১ হাজার ৭৯৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এছাড়া ব্রাজিল, জাপান, ইটালি, থাইল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেনসহ আরও অনেক দেশ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে। পার্শ্ববর্তী ভারত উৎপাদন করে ৪৫ হাজার ৭৯৫ গিগাওয়াট। উন্নত বিশ্বের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে আমাদের মতো উন্নয়নশীল দেশও বহু আগে বর্জ্য থেকে বিদ্যুৎ উপাদন করছে। আমরাই শুধু পিছিয়ে আছি। অথচ আমাদের বর্জ্যরে অভাব নেই। এসব বর্জ্য স্তুপ আকারে ফেলে রাখা হচ্ছে। এতে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি নদী-নালা, জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। প্রতিদিন ঢাকায় ৩ থেকে ৪ হজার টন বর্জ্য উৎপাদিত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব বর্জ্যরে যথাযথ ব্যবস্থাপনা না থাকায় পরিবেশ দূষিত হচ্ছে। ঢাকার আমিন বাজার বর্জ্য ফেলার প্রধান একটি স্থান। সেখানে গেলে দেখা যায়, বর্জ্য ফেলতে ফেলতে বিশাল পাহাড় সৃষ্টি হয়েছে। বর্জ্যরে দুর্গন্ধে সেখানর আশপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি যাতায়াত করতেও সমস্যা হচ্ছে। রাজধানীর সব বর্জ্য যে সেখানে ফেলা হয়, তা নয়। অন্যান্য স্থানেও ফেলা হয়। অনেক সময় রাজধানীর বর্জ্য সঠিকভাবে পরিস্কার করা হয় না। এক্ষেত্রে দুই সিটি করপোরেশনেরই দায় রয়েছে। নাগরিক অসচেতনতাও রয়েছে। যেখানে সেখানে বর্জ্য ফেলা হচ্ছে। ফলে রাজধানীর অনেক এলাকা বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ দূষণের শিকার হচ্ছে। এমনকি ব্যস্ততম সড়কের পাশে সিটি করপোরেশনের বর্জ্য ফেলার স্থান করা হয়েছে। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাব বছরের পর বছর ধরে চলছে। এই বর্জ্য কিভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে বিশেষজ্ঞরা অনেক কথা বলেছেন। তাদের কথামতো উদ্যোগ নেয়া হয়নি। বর্জ্য থেকে শুধু যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, তা নয়, পরিবেশবান্ধব বায়োগ্যাসও উৎপাদন করা যায়। বিশেষ করে খাদ্য ও পশুবর্জ্য থেকে এই গ্যাস উৎপাদন করা যায়। বিশ্বের বহুদেশে এ গ্যাস উৎপাদিত হচ্ছে। আমাদের দেশেও এ ধরনের উদ্যোগ নেয়া উচিৎ।
দেশে দিন দিন বিদ্যুৎ সংকট প্রকট হয়ে উঠছে। বিদ্যুৎকেন্দ্রের বেশিরভাগ জ্বালানি নির্ভর হওয়ায় উৎপাদন খরচও বেশি হচ্ছে। বিদেশ থেকে জ্বালানি আমদানি করতে গিয়ে ডলার সংকটে ভুগতে হচ্ছে। এ সংকট সহসা কাটবে, তা নিশ্চিত করে বলা যায় না। ফলে সাশ্রয়ী পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তা করতে হবে। এক্ষেত্রে বর্জ্য একটি উপকরণ হয়ে আছে। বিনাপয়সায় এ বর্জ্য উৎপাদিত হচ্ছে। এগুলো যথাযথ প্রক্রিয়া ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগালে তাতে বিদ্যুৎ সংকট কিছুটা হলেও লাঘব হবে। দেরিতে হলেও সরকার এ উদ্যোগ নিয়েছে। আমরা সাধুবাদ জানাই। তবে সরকার যে ঘোষণা দিয়েছে, তা যাতে ঘোষণা কিংবা বিদ্যুৎ প্ল্যান্ট উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। কথার কথায় পরিণত না হয়, এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’