ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

সুইস ব্যাংকে কাদের টাকা?

Daily Inqilab ইনকিলাব

২৩ জুন ২০২৩, ০৭:৩১ পিএম | আপডেট: ২৪ জুন ২০২৩, ১২:০১ এএম

গতকাল বেশ কয়েকটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক থেকে এক বছরে ১০ হাজার ১১৭ কোটি টাকা বাংলাদেশিরা তুলে নিয়েছে। বাকি আছে ৬৮৪ কোটি টাকা (প্রতি সুইস ফ্র্যাঙ্ক ১২৪ টাকা হিসেবে)। গত বৃহ¯পতিবার সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ব্যাংকটি তাদের ওয়েবসাইটে এ রিপোর্ট প্রকাশ করে। তবে কোনো বাংলাদেশি তার নাগরিকত্ব গোপন রেখে টাকা জমা করেছে, তার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ব্যাংকের হিসাবে, ২০২২ সালে বাংলাদেশীদের আমানত ছিল ৫ কোটি ৫২ লাখ সুইস ফ্র্যাঙ্ক। তার আগের বছর ছিল ৮৭ কোটি ১১ লাখ ফ্র্যাঙ্ক। অর্থাৎ এক বছরে প্রায় ৯৫ শতাংশ টাকা তুলে নেয়া হয়েছে। এই টাকা কোথায় গেছে, কারা নিয়েছে, এর কোনো তথ্য ব্যাংকটির বার্ষিক প্রতিবেদনে উল্লেখ নেই। তবে ব্যাংকের কাছে এ সংক্রান্ত তথ্য মজুত আছে। এক বছরে হঠাৎ বিশাল অঙ্কের টাকা উধাও হয়ে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। তারা মনে করছেন, বাংলাদশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) চাইলে তথ্যগুলো জানতে পারে। বাংলাদেশ ব্যাংক ও দুদকের উচিত কে বা কারা টাকাগুলো সুইস ব্যাংক থেকে তুলে নিল এবং কোথায় নিয়ে গেল-এসব বিষয়ে দ্রুত তথ্য সংগ্রহ করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

অর্থনীতিবিদরা মনে করছেন, প্রতিবছর আমানতের তথ্য ফাঁস করায় দুর্নীতির মাধ্যমে পাচার করা টাকা সুইস ব্যাংকে রাখা এখন আর নিরাপদ মনে করছে না বাংলাদেশিরা। তাদের মতে, এর আগে নির্বাচনের বছরগুলোতে যেখানে আমানত বেড়েছে, এবার সেখানে এক বছরে আমানত কমেছে ৯৫ শতাংশ। দেশে অর্থপাচার নতুন কোনো ঘটনা নয়। প্রতি বছরই হাজার হাজার কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থপাচার যেমন রোধ করতে পারছে না, তেমনি পাচারকৃত অর্থ ফেরতও আনতে পারছে না। অর্থনীতিবিদরা বলছেন, সুইস ব্যাংকের বাইরে বিভিন্ন দেশে বাংলাদেশিদের অর্থ পাচার বৃদ্ধি পাচ্ছে। তাদের মতে, অনিশ্চয়তার কারণে বিত্তবানরা দেশকে নিরাপদ মনে করছে না। ফলে বিভিন্ন উপায়ে তারা অর্থ পাচার করছে। এছাড়া ঋণের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টাকা, বিভিন্ন প্রকল্পের অর্থ এবং ঘুষ-দুর্নীতির টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ৬টি সংস্থার রিপোর্টে বাংলাদেশ থেকে টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। এগুলো হচ্ছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই), সুইস ব্যাংক, যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম (আইসিআইজে), পানামা প্যারাডাইস ও পেনডোরা পেপারস, জাতিসংঘের উন্নয়ন প্রোগ্রামের (ইউএনডিপি) রিপোর্ট এবং মালয়েশিয়া প্রকাশিত সেদেশের সেকেন্ড হোম রিপোর্ট। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা ও সিঙ্গাপুরে বেশকিছু বাংলাদেশির অর্থ পাচারের তথ্য পাওয়া গেছে। গত বছরে ডিসেম্বরে প্রকাশিত জিএফআই-এর প্রতিবেদনে বলা হয়, ৬ বছরে দেশ থেকে ৪ হাজার ৯৬৫ কোটি ডলার পাচার হয়েছে। প্রতি ডলার ১১২ টাকা হিসাবে এ অর্থের পরিমান ৫ লাখ ৫৬ হাজার কোটি টাকা। গড়ে প্রতিবছর পাচার হচ্ছে প্রায় ৯৩ হাজার কোটি টাকা। অর্থনীতিবিদরা উদ্বেগ জানিয়ে বলেছেন, সুইস ব্যাংকে বাংলাদেশের যে টাকা রাখা হয়েছে, এর বড় অংশই মূলত দুর্নীতির মাধ্যমে পাচার হয়েছে। দেশে দুর্নীতি বাড়ার কারণে অর্থপাচারও বেড়েছে। এছাড়া দেশে বিনিয়োগের পরিবেশ না থাকা এবং রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার কারণেও অর্থপাচার বেড়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, বাংলাদেশের বিত্তবানরা নিজ দেশে তাদের স¤পদ রাখাকে নিরাপদ মনে করছে না। তাই তারা বিদেশে টাকা পাচার করছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও দুদকের কার্যকর কোনো উদ্যোগ নেই। কারণ, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তারা রাজনৈতিক শক্তির ভেতরে অবস্থান করে।

অর্থপাচারের সাথে সাধারণ কোনো মানুষ জড়িত থাকে না। যারা অর্থপাচার করে তারা অঢেল সম্পদের মালিক এবং অত্যন্ত প্রভাবশালী। ফলে অর্থপাচারের সাথে জড়িতদের কারো বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। সুনির্দিষ্টভাবে কারো নামও প্রকাশ করা হয়নি। পর্যবেক্ষকরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংক ও দুদক চাইলেই অর্থপাচারের সাথে জড়িতদের শনাক্ত করতে পারে। বাংলাদেশ ব্যাংক ও দুদকের উচিৎ কে বা কারা সুইস ব্যাংক থেকে অর্থ তুলে নিয়েছে এবং কোথায় নিয়েছে, তা জানার উদ্যোগ নেয়া। যেহেতু সুইস ব্যাংকগুলোতে তাদের তথ্য রয়েছে, তাই তাদের কাছ থেকে দ্রুত তথ্য সংগ্রহ করে তা জনগণের সামনে প্রকাশ করা। সরকার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে অর্থ পাচারকারীদের অর্থ ফিরিয়ে আনতে ৭ শতাংশ কর দেয়ার সুযোগ দিলেও এ পর্যন্ত কোনো অর্থ ফেরত আসেনি। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, পাচারকৃত অর্থের সিংহভাগই দুর্নীতি ও অবৈধভাবে উপার্জিত। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও দুদকের সক্রিয় হওয়া জরুরি। এখনও সুইস ব্যাংকগুলোতে যাদের অর্থ রয়েছে, সেগুলো কাদের, সে সম্পর্কে খোঁজ-খবর নিয়ে তা প্রকাশ করতে হবে। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল