কেমন হলো নির্বাচন

Daily Inqilab হারুন-আর-রশিদ

২৯ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম

(পূর্ব প্রকাশিতের পর)

স্বতন্ত্র এমপিদের দলে যোগদান সর্বোচ্চ আদালতের রায় ও নির্দেশনা পরিপন্থী। সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন, স্বতন্ত্র সংসদ সদস্যরা নির্দলীয়। তাদেরকে জনগণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দিয়েছে। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে তাদের ব্যবহার করলে তা হবে আইনের বরখেলাপ। এখন যদি তারা তাদের পুরানো দল আওয়ামী লীগ বা অন্য কোনো দলে যোগদান করেন, সেটা হবে যারা তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল, যা আপিল বিভাগের রায়ের যে চেতনা তার পরিপন্থি। তারা অবশ্য কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন, তবে শর্ত এ ক্ষেত্রে সংসদ থেকে পদত্যাগ করে নতুবা এই সংসদের মেয়াদ শেষে। পরাজিত এমপিরাও বলেছেন ভোট হয়নি। নির্বাচনে কারচুপির অনিয়ম হয়েছে। তারাকান্দা (ময়মনসিং-২ আসন) থেকে তুলে নেয়ার ৫ দিন পর কারাগারে আশিক। বরিশাল ছাত্রলীগের হামলায় আওয়ামী লীগ নেতা গুরুতর আহত। জাপা কার্যালয় ঘেরাও, চেয়ারম্যান মহাসচিবের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। ডান্ডাবেড়ি পরিয়ে বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ককে আদালতে হাজির। দোয়ারা বাজারে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ। ৩০ জন গুলিবিদ্ধসহ আহত শতাধিক। চাঁদপুর ফরিদগঞ্জে নির্বাচন পরবর্তী সংহিতায় ঈগল প্রতীকের কর্মীরা এলাকা ছাড়া।

নওগাঁয় নৌকার কর্মীকে কুপিয়ে জখম। বরিশালে ছাত্র লীগের হামলায় আওয়ামী লীগ নেতা গুরুতর আহত। সাংবাদিকের ওপর হামলাÑ ক্যামেরা ভাঙচুর। সাংবাদিকদের নিন্দা-ক্ষোভ, হবিগঞ্জ প্রেস ক্লাবে প্রতিবাদ সভা।
বাংলাদেশে উপরে উল্লেখিত সহিংসতায় উদ্বিগ্ন জাতিসংঘ। গণতান্ত্রিক মূলনীতি পূরণ হয়নি বাংলাদেশের নির্বাচনে হতাশ কানাডা। বাংলাদেশে সত্যিকার নির্বাচন হয়নি। গণতন্ত্রের লড়াই চালিয়ে যেতে হবে বলেছেন অস্ট্রেলিয়ার এমপি অ্যাবিগেল সেলিনা বয়েড। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল স পার্লামেন্টে ‘অস্ট্রেলিয়ান গ্রিনস’ দলের এমপি। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমান রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন নিয়ে আমরা যে উদ্বেগ প্রকাশ করেছিলাম তাই সত্য হয়েছে। তিনি বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যরা বাংলাদেশে অনুষ্ঠিত ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মূল্যায়ন করেছে। উইলিয়াম বি মাইলাম এই বিবৃতি দিয়েছেন ৯ জানুয়ারি ২০২৪। বিবৃতিতে তিনি বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় তা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবে না। এ বিষয়টি মাথায় রেখে নির্দলীয় একটি সরকারের অধীনে নতুন নির্বাচন দেয়ার আহ্বান জানাই আমরা। বাংলাদেশে একতরফা নির্বাচন একদলীয় শাসনের ভীতি বাড়িয়ে তুলেছে। ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে বলেছে, এর শিরোনাম ‘ওয়ান-সাইডেড বাংলাদেশ ইলেকশন রেইজেজ অব ওয়ান পার্টি রুল’। হিউমান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি সর্তক করে বলেন, যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে সুসংহত করেছেন। ফলে সমালোচনামুলক কন্ঠের ওপর নিপীড়ন আরও বাড়াতে পারে। এটি টানা তৃতীয় নির্বাচন যেখানে বাংলাদেশিদের তাদের পছন্দনীয় নেতা নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। উল্টো অনেকেই আশঙ্কা করছেন, যে সরকার কোনো সমালোচনা তার বিরুদ্ধে গেলে আরও দমন-পীড়ন নেমে আসবে।

ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ডিস্টিনঙ্গুইশ প্রফেসর ড. আলী রিয়াজ সম্প্রতি গ্লোবাল নিউজকে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে এমন একটি বিরোধী দল বানাতে চাইছে, পার্লামেন্টে যারা ক্ষমতাসীন দলকেই সমর্থন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ একদলীয় শাসনের দিকেই অগ্রসর হবে। সম্প্রতি বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে রাজনৈতিক বিশ্লেষক ও কর্মীদের মধ্যে ইতোমধ্যে জল্পনাকল্পনা দেখা দিয়েছে যে, নতুন সরকার বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে পারে।

ক্রাইসিস গ্রুপের এশিয়া প্রোগ্রামের পরিচালক পিয়েরে প্রকাশ বলেন, একটি স্বাস্থ্যকর ও প্রাণবন্ত গণতন্ত্রের প্রসঙ্গে বলতে গেলে এই নির্বাচনকে গণতন্ত্রের কফিনে পেরেকের মতো দেখায়। আপনি একটি স্বৈরাচারী প্রবণতা, বাকস্বাধীনতা হ্রাস, ধর্ম পালনের স্বাধীনতা হ্রাস ও গণতান্ত্রিক বৈশিষ্ট্য হ্রাস দেখতে পাবেন, আপনি ধারণা করতে পারেন যে সরকারের কণ্ঠস্বরের সঙ্গে ভিন্নমত পোষণকারী অন্য যে কোনোকিছুর উপর দমন-পীড়ন আরও বাড়তে যাচ্ছে। শেখ হাসিনা বিএনপির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন। ফলে এই নির্বাচনের পর রাজনৈতিক দল হিসেবে বিএনপির নিবন্ধন বাতিল হওয়ার আশঙ্কার কথা জানান।
দ্য গার্ডিয়ান বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচনকে গণতন্ত্রের জন্য খারাপ দিন বলে অভিহিত করেছে। বলেছে, এটা একটি ফাঁকা বিজয় ছিলো। কারণ, মোট ভোটারের অর্ধেকেরও কম সংখ্যক লোক ভোট দিয়েছে, তাও আবার জাল ভোট ছিলো। দ্য গার্ডিয়ান দমন-পীড়নকে ক্র্যাকডাউন হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র প্রচারণায় সীমাবদ্ধতা আছে তা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ইস্যুতে নীতি পরিবর্তনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। তারা বিশ্বের কোথাও গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যহত হোক এটা হোয়াইট হাউস চায় না। (সূত্র: মানবজমিন, প্রথম আলো, ডেইলি স্টার, ইনকিলাব প্রভৃতি।)

একটি দেশে গণতন্ত্র না থাকলে কী হয়, বাংলাদেশের অভিজ্ঞতা থেকে বলা যায়:

দেশটিতে প্রতিনিধিত্বশীল বিরোধী দল থাকে না। সেই দেশটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধিকাংশ সংসদ সদস্য নির্বাচিত হয়। সেই দেশে একজনে একাধিক ভোট দেয়। সেই দেশের মানুষ ভোটের মূল্য বোঝে না বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে না। সেই দেশে স্বয়ং নির্বাচন কমিশনার সরকারের আজ্ঞাবহ হয়। সেই দেশের মানুষ স্বাধীন মত প্রকাশে ভয় পায়। সেই দেশে অগণিত শিশুরাও ভোট দেয়। সেই দেশে নির্বাচনে প্রতিপক্ষকে খুন, তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। স্বজনদের নির্যাতন করা হয় এবং পুড়িয়ে মারা হয়। সেই দেশে মুহূর্তে মুহূর্তে মানবাধিকার লংঘন করা হয়। সেই দেশে মানুষ গুম খুনের শিকার হয়। সেই দেশে মানুষ বিনা বিচারে দীর্ঘ বছর কারাগারে থাকে। সেই দেশে সরকার মানুষকে বোকা মনে করে আর নিজেকে চালাক মনে করে। সেই দেশে সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে ধ্বংস বা দুর্বল করে দেয়। সেই দেশে সরকারি দল ও বিরোধী দল নির্বাচনে জেতার জন্য মানুষের উপর নির্ভর না করে বিদেশি শক্তির ওপর নির্ভর করে এবং তাকিয়ে থাকে কখন গ্রীন সিগন্যাল আসবে।
এমন একটি দেশই বাংলাদেশ। কবির ভাষায় বলতে হয়, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।’ (সমাপ্ত)

লেখক: গ্রন্থকার, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বোলারদের নৈপুণ্যের পর অভিষেকে উজ্জ্বল তানজিদ,টাইগারদের বড় জয়

বোলারদের নৈপুণ্যের পর অভিষেকে উজ্জ্বল তানজিদ,টাইগারদের বড় জয়

আখাউড়ায় মুরাদ হোসেন ভূইয়াকে সমর্থন দিলো আওয়ামী লীগ

আখাউড়ায় মুরাদ হোসেন ভূইয়াকে সমর্থন দিলো আওয়ামী লীগ

সদ্য ভূমিষ্ঠ সব শিশুর নামে একটি করে গাছ লাগাবে সৌদি আরবের হাসপাতাল

সদ্য ভূমিষ্ঠ সব শিশুর নামে একটি করে গাছ লাগাবে সৌদি আরবের হাসপাতাল

নাম ফলকে বাংলা না থাকলে ব্যবস্থা নেবে ঢাকা দক্ষিণ সিটি

নাম ফলকে বাংলা না থাকলে ব্যবস্থা নেবে ঢাকা দক্ষিণ সিটি

অস্বাভাবিক তাপমাত্রা আল্লাহ তায়ালার অসন্তুষ্টির লক্ষণ  জুমার খুৎবা পূর্ব বয়ান

অস্বাভাবিক তাপমাত্রা আল্লাহ তায়ালার অসন্তুষ্টির লক্ষণ জুমার খুৎবা পূর্ব বয়ান

মধুখালিতে দু’সহোদর শ্রমিক হত্যা সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পালিত

মধুখালিতে দু’সহোদর শ্রমিক হত্যা সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পালিত

ছেলের মৃত্যুর মাত্র ৪ দিন পর বাবার মৃত্যু!

ছেলের মৃত্যুর মাত্র ৪ দিন পর বাবার মৃত্যু!

অবশেষে কুমিল্লার রসমালাই জিআই পণ্যের স্বীকৃতির তালিকায়

অবশেষে কুমিল্লার রসমালাই জিআই পণ্যের স্বীকৃতির তালিকায়

দৌলতপুরে অগ্নিকান্ডে ১৪ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই

দৌলতপুরে অগ্নিকান্ডে ১৪ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই

বিজয়নগরে জাল নোট তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার ৩

বিজয়নগরে জাল নোট তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার ৩

স্থানীয় সরকার নির্বাচনকেও তামাশায় রূপান্তরিত করেছে আওয়ামী লীগ : রিজভী

স্থানীয় সরকার নির্বাচনকেও তামাশায় রূপান্তরিত করেছে আওয়ামী লীগ : রিজভী

চিলমারীতে আনারস প্রতীক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা

চিলমারীতে আনারস প্রতীক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা

খেলার শুরুর চার ওভার পর ফের বৃষ্টির হানা, ডিএল মেথডে এগিয়ে বাংলাদেশ

খেলার শুরুর চার ওভার পর ফের বৃষ্টির হানা, ডিএল মেথডে এগিয়ে বাংলাদেশ

দেশে মুক্ত চিন্তার মানুষদের ওপর নিষ্ঠুর আক্রমণ চলছে: মির্জা ফখরুল

দেশে মুক্ত চিন্তার মানুষদের ওপর নিষ্ঠুর আক্রমণ চলছে: মির্জা ফখরুল

চুয়াডাঙ্গার চিৎলা ইউনিয়নের হুদাপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব হলো ৭ পরিবার

চুয়াডাঙ্গার চিৎলা ইউনিয়নের হুদাপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব হলো ৭ পরিবার

‘এনবিআরের অভিযান’ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যাখ্যা

‘এনবিআরের অভিযান’ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যাখ্যা

নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা

নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা

অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ অব্যাহত

অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ অব্যাহত

সৈয়দ আহমদ শহিদ বেরলভী (র.) ইসলামি আন্দোলনের আপোসহীন মডেল -আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সৈয়দ আহমদ শহিদ বেরলভী (র.) ইসলামি আন্দোলনের আপোসহীন মডেল -আলহাজ হাফিজ সাব্বির আহমদ

নাইজারে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটিতে রুশ সেনা

নাইজারে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটিতে রুশ সেনা