কলকাতায় এমপি খুন উদ্বেগজনক

Daily Inqilab ইনকিলাব

২৪ মে ২০২৪, ১২:২১ এএম | আপডেট: ২৪ মে ২০২৪, ১২:২১ এএম

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে। গত ১২ মে তারিখে তিনি দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান। এরপর থেকে তার পরিবার এবং স্টাফদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে নানা আশঙ্কা ডালপালা বিস্তার করতে থাকে। কয়েক দিন ধরে দুই দেশের পুলিশের গোয়েন্দা তৎপরতা শেষে গত মঙ্গলবার আনারের নিহত হওয়া সম্পর্কে নিশ্চিত খবর পাওয়া যায়। কলকাতা পুলিশ তার হত্যাকান্ডের সন্দেহভাজনদের সম্পর্কে নিশ্চিত করে কিছু বলার আগেই বাংলাদেশের গোয়েন্দা পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আনার হত্যাকান্ডে ভারতের কেউ জড়িত নয়। গতকাল ঢাকার এক পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়, দেশি-বিদেশি চক্রের পরিকল্পনায় এমপি আনার খুন হয়েছেন। তবে তার মরদেহ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। প্রথমে পুরনো বন্ধু গোপালের বাসায় উঠলেও ১৩ মে তারিখে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন্সের ভাড়া করা ফ্ল্যাটে গমনের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। কথিত ফø্যাটে রক্তের নমুনা পাওয়া গেছে এবং লাশ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে তদন্তকারীরা প্রাথমিকভাবে অনুমান করছেন। তিনবারের একজন সংসদ সদস্যের প্রতিবেশি দেশের মাটিতে এমন রহস্যজনকভাবে খুন হওয়ার ঘটনায় হত্যাকান্ড নানা প্রশ্নের জন্ম হয়েছে।

দেশে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রশ্ন দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারির বিষয়ে পরিনত হয়েছে। গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী, বিরোধীদলের নেতাকর্মী গুম হওয়া এবং ভারতের মাটিতে খুঁজে পাওয়ার ঘটনাও ঘটেছে। এবার সরকারি দলের একজন সংসদ সদস্য সেখানে গিয়ে নির্মম হত্যাকান্ডের শিকার হলেন। এই হত্যাকান্ডের সাথে দেশি-বিদেশি চক্রের যোগসাজশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হত্যাকান্ড নিয়ে বিভিন্ন দিক থেকে নানা ধরণের তথ্য ছড়ানো হচ্ছে। স্বর্ণ চোরাচালান হুন্ডির টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কনটেন্টে তথ্য পাওয়া যাচ্ছে। আনোয়ারুল আজিমের ব্যক্তিগত জীবন যেমনই হোক, তিনি একজন সংসদ সদস্য। বিদেশে তিনি বাংলাদেশের লাল পাসপোর্ট ধারণ করেন বিধায় কূটনৈতিক ইমিউনিটির পাশাপাশি স্বাভাবিকভাবেই গোয়েন্দা বিভাগের বিশেষ নজরদারিতে থাকার কথা। তার হত্যাকান্ড সম্বপর্কে কলকাতা পুলিশের একেবারেই কিছু জানতে না পারা সত্যিই বিষ্ময়কর। আমরা আশা করি, কলকাতা পুলিশ শেষ পর্যন্ত এই হত্যাকান্ডের সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তে সফল হবে।

ভারতে এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকান্ডের পর দেশের রাজনীতিতে কালোটাকা ও মাফিয়াতন্ত্র সম্পর্কে নতুনভাবে আলোচনা চলছে। রাষ্ট্রের আইন প্রণেতা হিসেবে একজন সংসদ সদস্য পবিত্র দায়িত্ব পালনে শপথবদ্ধ। বিদেশেও তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। তাদের অনেকের রাতারাতি অগাধ অর্থের মালিক বনে যাওয়া স্বাভাবিকভাবেই বিরূপ প্রশ্নের জন্ম দেয়। দেশে-বিদেশে সম্পদের প্রাচুর্য, অর্থ পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল ও দেউলিয়াত্বের দিকে ঠেলে দেয়ার পেছনে এক শ্রেণীর রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীর ভূমিকা নতুন কিছু নয়। দেশে-বিদেশে প্রতিদিনই নাগরিকরা অপঘাত মৃত্যুর শিকার হচ্ছে। আনার হত্যাকান্ড কোনো সাধারণ ঘটনা নয়। কেউই আইনের ঊর্ধ্বে নয়। বাংলাদেশে নাগরিক গুম বা নিখোঁজ হওয়ার পর ভারতে তুলে নেয়ার ঘটনা, কিংবা ভারতে এমপি খুন হওয়ার মত ঘটনা নিয়ে রাষ্ট্রকে নতুনভাবে ভাবতে হবে। অপরাধী যারাই হোক, তাদের বিচারের সম্মুখীন করতে হবে। নিহতের লাশ উদ্ধারে কলকাতা পুলিশ সফল হোক, এটাই প্রত্যাশিত। এমপি আজীমের কন্যা, পরিবারের সদস্যরা এবং ঝিনাইদহের নিজ এলাকার মানুষ স্বজন হারানোর শোক বুকে নিয়ে প্রিয়জন হত্যার বিচার চায়। হত্যাকা- নিয়ে রাজনৈতিক ব্লেইম গেম কাম্য নয়। কোনো রাজনীতিবিদ কিংবা সাধারণ নাগরিকের এমন নৃশংস মৃত্যু কারো কাম্য হতে পারেনা। আনার হত্যার অনুপুঙ্খ তদন্ত নিশ্চিত করতে হবে। ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

 


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সার্বিয়াকে বিদায় করে শেষ ষোলোতে ডেনমার্ক

সার্বিয়াকে বিদায় করে শেষ ষোলোতে ডেনমার্ক

বিবর্ণ ফুটবলে ফের জয়হীন থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

বিবর্ণ ফুটবলে ফের জয়হীন থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ফিরেই গোল পেলেন এমবাপে,তবুও জয় পেলনা ফ্রান্স

ফিরেই গোল পেলেন এমবাপে,তবুও জয় পেলনা ফ্রান্স

ডাচদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সার্বিয়া

ডাচদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সার্বিয়া

ওয়েল সাবরা বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হচ্ছেন

ওয়েল সাবরা বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হচ্ছেন

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর পুনর্বিন্যাসকৃত মৌখিক পরীক্ষার সময়সূচি

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর পুনর্বিন্যাসকৃত মৌখিক পরীক্ষার সময়সূচি

যাতায়াতের দুর্ভোগ লাঘব হোক

যাতায়াতের দুর্ভোগ লাঘব হোক

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ চাই

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ চাই

সেন্টমার্টিনের অদূরে গুলি এবং খ্রিষ্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত কি একসূত্রে গাঁথা?

সেন্টমার্টিনের অদূরে গুলি এবং খ্রিষ্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত কি একসূত্রে গাঁথা?

পশ্চিমের ইসলামোফোবিয়া ও নরেন্দ্র মোদির নতুন মন্ত্রীসভা

পশ্চিমের ইসলামোফোবিয়া ও নরেন্দ্র মোদির নতুন মন্ত্রীসভা

নতুন শ্রমবাজার খুঁজতে হবে

নতুন শ্রমবাজার খুঁজতে হবে

টিআরপিতে সেরার আসন ধরে রাখল ফুলকি

টিআরপিতে সেরার আসন ধরে রাখল ফুলকি

স্টার ওয়ারসে ফিরছেন ডেইজি রিডলি

স্টার ওয়ারসে ফিরছেন ডেইজি রিডলি

সিঙ্গেল লাইফে ভালো আছেন মোনালিসা

সিঙ্গেল লাইফে ভালো আছেন মোনালিসা

সাম্প্রদায়িক উত্তেজনায় ফের উত্তপ্ত ভারতের যোধপুর

সাম্প্রদায়িক উত্তেজনায় ফের উত্তপ্ত ভারতের যোধপুর

পরীমণির সাথে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন পুলিশ কর্মকর্তা

পরীমণির সাথে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন পুলিশ কর্মকর্তা

সঙ্গীতজীবনের ৬০ বছর পূর্তিতে রুনা লায়লাকে চ্যানেল আই-এর সংবর্ধনা

সঙ্গীতজীবনের ৬০ বছর পূর্তিতে রুনা লায়লাকে চ্যানেল আই-এর সংবর্ধনা

চীনে আবার ছুরি হামলা, গ্রেপ্তার ১

চীনে আবার ছুরি হামলা, গ্রেপ্তার ১

ফজর সুন্নত নামাজের পূর্বে কাজা বা নফল নামাজ পড়া প্রসঙ্গে।

ফজর সুন্নত নামাজের পূর্বে কাজা বা নফল নামাজ পড়া প্রসঙ্গে।

ময়মনসিংহে ফেইসবুকে পোস্ট দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

ময়মনসিংহে ফেইসবুকে পোস্ট দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা