ট্রেন্ডের নামে সোশ্যাল মিডিয়ায় নাটকের আপত্তিকর সংলাপ ও দৃশ্য
১৪ মার্চ ২০২৩, ০৯:১৯ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৪:১১ পিএম

একটা সময় টেলিভিশনে নাটক ছিল বিনোদনের অন্যতম উপাদান। প্রযুক্তির উৎকর্ষে এখন নাটক টিভি থেকে ইউটিউবে চলে এসেছে। ইউটিউবের নাটক নির্মাণে কোনো সেন্সরশিপ না থাকায় নির্মিত হচ্ছে আপত্তিকর গল্পের নাটক। ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় গল্পের সাথে জুড়ে দেয়া হচ্ছে অশ্লীল দৃশ্য ও সংলাপ। এ ধরনের নাটকের প্রতিযোগিতা চলছে এই সময়ের অনেক নাট্য নির্মাতার মধ্যে। শুধু ইউটিউব নয়, ফেসবুকসহ নানা প্ল্যাটফর্মে এ ধরনের প্রতিযোগিতা চলছে। ভিউ এবং আর্থিক মুনাফার জন্য নাটকের ¯পর্শকাতর দৃশ্য ছোট ছোট করে কেটে ফেসবুকে পোস্ট করা হচ্ছে। শুধু তাই নয়, বেশ কিছু ফেসবুক পেজ থেকে মোটিভেশনাল ভিডিও’র নামে ছড়িয়ে দেয়া হচ্ছে আপত্তিকর ভিডিও। ৪-৫মিনিটের এসব ভিডিওতে থাকে অশ্ঃলীল দৃশ্য। শেষ এক মিনিট কোন একটা ম্যাসেজ দিয়ে সেটাকে মোটিভেশনাল ভিডিও বলে চালিয়ে দেয়া হচ্ছে। আধুনিক ট্রেন্ডের নামে অভিনয় শিল্পীরাও অশালনি পোশাক পরছে।এসব নাটকের ছোট ক্লিপস ও মোটিভেশনাল ভিডিওও নামে ছড়িয়ে দেয়া আপত্তিকর ভিডিও দেখছে এবং তারা শিখছে অশালীন সংলাপ ও গালিগালাজ। পরবর্তীতে এসব অশালীন ভাষা বাবা-মায়ের সাথে কিংবা বাহিরেও ব্যবহার করছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন বাবা-মাসহ পরিবারের সদস্যরা। জয়রাজ ও সায়মা দ¤পতি ৩ বছরের একমাত্র পুত্র নিয়ে রাজধানীর খিলক্ষেতে ভাড়া বাসায় বসবাস করেন। পুত্র সবে কথা বলা শিখেছে। সন্তানকে কিছু সময়ের জন্য মোবাইল ফোন দেন। দেখা যায়, সেই ছেলের মুখে অশ্লীল কথা। এতে তারা বিস্মিত হন। তারা জানান, তাদের সন্তান বাসায় যেমন এই শব্দ বলছে, বাইরেও বলছে। সমাধান হিসেবে শিশুটিকে মোবাইল ফোন দেওয়া বন্ধ করে দেন। এই প্রতিবেদক রাজধানীর ছয়টি প্রাইমারি স্কুলের শিক্ষক-অভিভাবকের সাথে বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকরা জানান, খেলার মাঠ নেই, তাই বিনোদনের জন্য মোবাইল ফোন সন্তানের হাতে তুলে দেই। এতে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, মোবাইল ফোন দিয়ে তারা শিখছে নানা আজেবাজে কথা। সেসব কথার জন্য অন্যের কাছে লজ্জায় পড়তে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় হরহামেশা এত নোংরা ভিডিও চলে আসছে, যা শিশুদের জন্য খুবই ভয়ংকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর প্রতিকার হওয়া জরুরি।
অনেক নির্মাতা কিংবা অভিনয় শিল্পী বলে থাকেন, গল্পের প্রয়োজনে অশালীন পোশাক ও ভাষা ব্যবহার করা হয়। এটা হলো এ সময়ের ট্রেন্ড। অভিভাবকরা ক্ষোভের সাথে বলেন, ট্রেন্ডটা কারা তৈরি করে? তাদের কি ধারণা আছে, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে মিডিয়া কতটা গুরুত্বপূর্ণ? তারা বলেন, মিডিয়াই ট্রেন্ড পরিবর্তন করে। তারাই বলে দেয়, এইটা পড়–ন, এইটা বলুন। সেখানে তারা যাতা কিছু দেখাতে পারে না। অভিভাবকরা বলেন, ভাষা কিংবা ট্রেন্ড তার রূপ বদলাবে, এটা স্বাভাবিক। নতুন কিছু আসবে, আবার চলে যাবে। তার মধ্যেও একটা স্বাভাবিকতা থাকতে হবে। ট্রেন্ড তৈরি করে মিডিয়া। সমাজের সুষ্ঠু পরিবর্তনের ক্ষেত্রে গণমাধ্যমের বিশাল ভ‚মিকা। কিন্তু আজকাল টিভি মিডিয়ার পোশাক আর ভাষা রীতিমত স্বাভাবিক গতিপথকে ব্যহত করে দিচ্ছে। এর ভালো-মন্দ বিচার করার সময় হয়েছে। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, একসময় নাটক করার পর প্রশ্ন উঠত, এটার ম্যাসেজ কি? সমাজের কাছে কি বলতে চাই? টেলিভিশনের নাটক তো পরিবারের বাচ্চা থেকে সবচেয়ে বয়স্ক লোকটা পর্যন্ত দেখেন। সেখানে কেন অহেতুক গালি ও সংলাপ থাকবে? তিনি প্রশ্ন করেন, আমরা কি বাসার মানুষের সামনে ইচ্ছে হলেই গালি দিতে পারি? তাহলে নাটকে কেন সেটা দেখাতে চাইব? শিল্পীরাও এ বিষয়ে সচেতন নন। আমরা মিডিয়াতে যা কিছু করব, সেগুলো স¤পর্কে একটু জেনেবুঝে, ভেবেচিন্তে করতে হবে। তিনি বলেন, প্রতিটি নাটক একটি বার্তা দেয়। কখনো ভুল বার্তা, কখনো সঠিক বার্তা। কখনো দর্শককে অনুপ্রাণিত করে, কখনো বিক্ষুব্ধ করে। ফলে নির্মাতাদেরই সতর্ক হতে হবে সংলাপ নিয়ে। তিনি বলেন, টেলিভিশনে যে সুস্থ ধারার নাটক হয় না, তা নয়। তবে কোনো কোনো নির্মাতা কিংবা অভিনয়শিল্পী অকারণে এত বেশি খোলামেলা হচ্ছে, যা চোখে লাগার মতো। সময়ের কিছু খারাাপ দৃষ্টান্ত স্থাপন করছে তারা। এখনই এগুলো বিচেনায় আসা উচিত।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

হাসপাতালে ভর্তি অভিনেতা ইলিয়াস জাভেদ

মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলাকারীদের বিচার করতে হবে : দেলাওয়ার

‘মিশন কমপ্লিট’ লিখে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ট্যাটাস

আলোর মুখ দেখেনি যেসব ঢাকাই সিনেমা

হার্ভার্ড বামপন্থীদের আখড়া, শিক্ষার জন্য উপযুক্ত নয় : ট্রাম্প

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হবে আশ্রয় পাওয়া

কর্তাব্যক্তির ইশারায় চলে উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি-দূদক

ওয়াকফ আইন’ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ

যুক্তরাজ্যে মুসলিমদের কবরস্থান ভাঙচুর, ৮৫টি কবর ভাঙচুর

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ, সিলেটে বিএনপির নানা কর্মসূচি

বাংলাদেশকে ৭২৪ কোটি টাকার সহায়তা দেবে জার্মানি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৫ ফিলিস্তিনি

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ

উখিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ১ শিশু নিহত ও আহত ৬

আবারও নিষেধাজ্ঞা পেলেন জহির

সখিপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

আইপিএলে সন্দিপের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ ইংলিশ পেসার