ঘুরে দাঁড়াচ্ছে দেশের চলচ্চিত্র
১৭ জুলাই ২০২৩, ০৯:৩০ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
ধীরে ধীরে চলচ্চিত্র চাঙ্গা হচ্ছে। গত দুই ঈদ মিলিয়ে যেসব সিনেমা মুক্তি পেয়েছে, তাতে দর্শকের হলমুখী প্রবণতা লক্ষ্যণীয়। গত ঈদুল আজহায় যেসব বিভিন্ন ধারার সিনেমা মুক্তি পেয়েছে। এতে দর্শকের সামনে সিনেমা দেখার ‘পছন্দে’র বিষয়টি খুলে যায়। সেই আগের মতো ঘুরেফিরে একই গল্পের সিনেমা তাদের দেখতে হয়নি। তাদের সামনে পছন্দমতো সিনেমা দেখার ‘অপশন’ ছিল। ফলে প্রায় প্রত্যেকটি সিনেমায়ই দর্শক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দর্শকদের এই হলমুখী হওয়া নিয়ে নির্মাতা, প্রযোজক, হলমালিকরা আশাবাদী হয়ে উঠেছেন। তারা বলছেন, দর্শকের সামনে যদি বিভিন্ন ধারা ও গল্পের সিনেমা তুলে ধরা যায়, তাহলে তারা আগ্রহী হয়ে উঠে। যেমন দাওয়াতে অনেক রকমের খাবার থাকে, সেখান থেকে মেহমান তার পছন্দের খাবার বেছে নেয়। কিংবা সব আইটেমই খান। সিনেমার ক্ষেত্রেও বিষয়টি তেমন। দর্শকের সামনে যদি বিভিন্ন ধারার গল্পের সিনেমা পরিবেশন করা হয়, তাহলে তাদের পছন্দ করতে সুবিধা হয়। এবারের ঈদে এই ধারাটি ছিল। ফলে দর্শক তার পছন্দ অনুযায়ী, সিনেমা দেখতে হলমুখী হয়েছে। অনেকে তাদের পছন্দের সিনেমা দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে গেছে। দর্শকের এই প্রবণতায় নির্মাতারা আশাবাদী হয়ে উঠেছেন। এখন এই ধারাটা ধরে রাখা প্রয়োজন। এটা চ্যালেঞ্জও বটে। শুধু দুই ঈদে একসাথে অনেকগুলো ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা দিলেই হবে না, সারাবছর এ ধারাটা ধরে রাখতে হবে।
এবারের ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত প্রিয়তমা’, রায়হান রাফী পরিচালিত আফরান নিশো-তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরী পরিচালিত ও মাহফুজ-বুবলী অভিনীত ‘প্রহেলিকা’, নিরব-বুবলী অভিনীত ‘ক্যাসিনো’, বন্ধন বিশ্বাস পরিচালিত এবং সাইমন-অপু বিশ্বাস অভিনীত সরকারী অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’। সবগুলো সিনেমা বেশ ভাল চলছে। দর্শক সাড়া পেয়েছে। এরমধ্যে দর্শকের মাঝে বেশ আলোচনার সৃষ্টি করেছে ‘প্রিয়তমা’ এবং রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা দুটি। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন-সব জায়গাতেই সিনেমা দুটির টিকেট নিয়ে দর্শককে রীতিমতো হুড়োহুড়ি করতে দেখা গেছে। সর্বাধিক হল (১০৭টি) নিয়ে মুক্তি পায় ‘প্রিয়তমা’ সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটি রেকর্ড পরিমাণ আয় করেছে বলে জানা গেছে। হলমালিকদের প্রত্যাশা পূরণ করেছে। এরপর ‘সুড়ঙ্গ’ সিনেমাটিও বেশ ভাল ব্যবসা করছে। তবে পিছিয়ে নেই অন্যান্য সিনেমাগুলোও। অন্তত সিনেমাগুলো পুঁজি উঠিয়ে কম-বেশি লাভ করবে বলে আশা করছেন নির্মাতা ও প্রযোজকর। অথচ বিগত প্রায় একদশক ধরে সিনেমায় এ ধারাটি পরিলক্ষিত হয়নি। মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, মধুমিতা হলে শাকিব খানের ‘প্রিয়তমা’ খুব ভালো ব্যবসা করছে। শাকিব খান তো শাকিব খানই। তাছাড়া গল্পটা অসাধারণ। এখন পর্যন্ত বেশ ভালো চলছে। তিনি বলেন, সিনেমা হল বাঁচাতে ভালো সিনেমা দরকার। বছড়জুড়ে ভালো সিনেমা মুক্তি দিলে প্রেক্ষাগৃহে প্রাণ ফিরবে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্স বরাবরই বাংলা ছবির পক্ষে। আমরা চাই, বাংলা সিনেমা ভালো চলুক। এবারের ঈদে গল্পনির্ভর সিনেমা মুক্তি পেয়েছে। ঘুরে-ফিরে দর্শকরা সব ছবিই দেখছে। দর্শকদের চাহিদার সঙ্গে আমরাও শো বাড়িয়ে দিচ্ছি। দর্শকরা যে ছবিতে বেশি সাড়া দেন আমরা সেই ছবির শো বাড়িয়ে দেই। দর্শকদের চাহিদা থাকলে আমাদের শো বাড়াতে তো কোনো সমস্যা নেই। বাংলাদেশ হল মালিক সমিতির সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, বছরে যদি প্রিয়তমা সিনেমার মতো ৫-৭ টি সিনেমা মুক্তি পায়, তাহলে আমাদের হল মালিকদের দুর্দিন থাকবে না। ভালো সিনেমার বিকল্প নেই। ভালো সিনেমাই দর্শকদের হলমুখী করতে পারে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক