পরিচালকের কাছ থেকে ধার নিয়ে ফেরত দেননি সানি দেওল!
০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ এএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ এএম
বলিউডে এই মুহূর্তের অন্যতম আলোচিত অভিনেতা সানি দেওল। ‘গাদার ২’-এর বক্স অফিস সাফল্য এক দিকে। অন্য দিকে একের পর এক বিতর্ক। প্রথমে প্রকাশ্যে এসেছিল ‘সানি ভিলা’ বিতর্ক। এ বার অভিযোগ এক পরিচালকের। প্রায় আড়াই কোটি টাকা ধার নিয়ে ২৭ বছর ধরে ঘুরাচ্ছেন সানি দেওল, এমন অভিযোগ করেছেন পরিচালক-প্রযোজক সুনীল দর্শন। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন সুনীল।
ঘটনার বর্ণনা দিয়ে সুনীল দর্শন জানান, ১৯৯৬ সালের ঘটনা এটি। এ বছর সুনীল দর্শন পরিচালিত এবং প্রযোজিত ‘অজয়’ সিনেমায় অভিনয় করেন সানি দেওল। এ সিনেমার বিতরণ স্বত্ব চেয়েছিলেন সানি। কারণ সানি দেওল নিজের একটি আন্তর্জাতিক ফিল্ম ডিস্ট্রিবিউশন সংস্থা খুলতে চেয়েছিলেন। এজন্য সানিকে সাহায্য করতে চেয়েছিলেন সুনীল। আর তাই তাকে ১ কোটি ৭৭ লাখ ২৫ হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩৪ লাখ টাকার বেশি) দেন। তার সঙ্গে দিয়েছিলেন সিনেমাটির কিছু কাগজপত্র। সানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, লন্ডন থেকে ফিরে সেই অর্থ ফেরত দেবেন। কিন্তু সেই অর্থ আজও সানি ফেরত দেননি।
সুনীল দর্শন বলেন, ‘অর্থ ফেরতের কথা এড়িয়ে গিয়ে বহুবার দেশের বিভিন্ন জায়গায় হায়দরাবাদ, জয়পুর, মুম্বাইসহ বিভিন্ন শহরে ডেকেছেন সানি। কিন্তু ধারের অর্থ ফেরত আসেনি। বরং অর্থ ফেরত না দিতে পারার কারণ হিসেবে নিজের ব্যক্তিগত সমস্যার কথা জানান সানি।’
সানি দেওল বহুবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন সুনীলকে। তা জানিয়ে তিনি বলেন, ‘অর্থ ফেরত দেওয়ার নামে বহুবার সানি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। সানি তার দুটি সিনেমায় আমার সাহায্য চেয়েছিলেন। বলেছিলেন, সিনেমার কাজ শেষ হলে আমার বেতনের সঙ্গে ধারের অর্থও দেবেন। সানিকে আমি সেবারও বিশ্বাস করেছিলাম। তাই ওর সঙ্গে কাজও করি। কিন্তু সিনেমার কাজও শেষ হয়নি, অর্থও পাইনি।’
পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ায়। এ বিষয়ে সুনীল বলেন, ‘সানি এখন আদালতের কথাও মানছেন না। সানি আদালতকে জানিয়েছেন, এ অর্থ ফেরত দেওয়ার মতো সামর্থ্য তার নেই। তাই তিনি আমার সিনেমায় কাজ করার প্রতিশ্রুতি দেন। পরে চিত্রনাট্য পরিবর্তনের দাবি করে, শুটিংয়ের তারিখ বদলের কথা বলে এড়িয়ে যান। আসলে সানি আমার পাওনা অর্থ ফেরত দিতেই চান না।’
সানি দেওল ২৭ বছর ধরে ঘুরাচ্ছেন সুনীলকে। তা উল্লেখ করে সুনীল বলেন, ‘গত ২৭ বছর ধরে আমি আদালতে চক্কর কাটছি। ব্যক্তিগতভাবেও বলেছি, তবে কোনো কিছুতেই লাভ হয়নি। সানির কাছে আমার ১ কোটি ৭৭ লাখ ২৫ হাজার রুপি ধারের অর্থ রয়েছে। সানি অনেক সম্পত্তি তৈরি করেছেন। কিন্তু অন্যের পাওনা ফেরত দিতে ভুলে গেছেন। আমি দেশের আইনে বিশ্বাস করি। আশা করি, আমার অর্থ ফেরত পাব।’
এদিকে সবার মুখে মুখে ঘুরছে ‘গাদার ২’-এর বক্স অফিস সাফল্য। গত ১১ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সানির অভিনীত এই সিনেমা। মাসের শেষে এসে সিনেমাটির বক্স অফিস আয়ের অঙ্ক ৫০০ কোটি ছুঁইছুঁই। দীর্ঘ দিনের বক্স অফিস খরার পরে এমন সাফল্যের মুখ দেখেছেন ধর্মেন্দ্র-পুত্র। ‘গাদার ২’-এর এই সাফল্যের পর রীতিমতো ‘সুপারস্টার’ তকমা অর্জন করে ফেলেছেন সানি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন কি বলছে
সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা
গাজীপুরে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার
সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস
ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে: নীলফামারীতে উপদেষ্টা আসিফ
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর