‘অ্যানিম্যাল’-এর সমালোচনা করে যা বললেন শাহরুখ
১৩ জানুয়ারি ২০২৪, ০৫:২১ পিএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:২১ পিএম
বলিউড তারকারা সবাই যেন গা ভাসিয়েছেন নানামাত্রিক ট্রেন্ডে। সেখানে বাণিজ্যিক সাফল্যই যেন শেষ কথা। এবার পর্দার খারাপ ছেলে, খল মানুষ, উগ্র পৌরুষ নিয়ে কথা বললেন শাহরুখ খান। তার অভিনয় জীবনের শুরুটাই হয় নেতিবাচক চরিত্রের হাত ধরে। ‘ডর’ থেকে ‘অঞ্জাম’, ‘বাজিগর’। একের পর এক সিনেমাতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন তিনি। তবে সে সব সিনেমায় তার পরিণতি কিন্তু ছিল পূর্বনির্ধারিত।
কিন্তু সিনেমার এই নব্য ধারায় নারীবিদ্বেষ থেকে উগ্রতাই যেন মুখ্য বিষয়। সে সবেরই উদযাপনে মাতোয়ারা ইন্ডাস্ট্রি ও দর্শকের বড় একটি অংশ। সেই সময়ে দাঁড়িয়ে সমাজের প্রতি অভিনেতাদের দায়বোধের কথা এবার মনে করিয়ে দিলেন শাহরুখ।
গত বছরের শেষে মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিম্যাল’। এই সিনেমায় রণবীরের অভিনয় প্রশংসিত হচ্ছে। বলা হচ্ছে, ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয়টা এই ‘অ্যানিম্যাল’-এ করে ফেলেছেন ঋষি-পুত্র। এক কথায়, এই মুহূর্তের সব চেয়ে আলোচিত সিনেমা এটি। তবে শুধুই সাফল্য নয়, ‘অ্যানিম্যাল’-এর কপালে জুটেছে নিরন্তর বিতর্কও। উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসাকে উদ্যাপন করেছে এই সিনেমা, দাবি দর্শক ও সমালোচকদের একাংশের। এ বার সিনেমার নাম না নিয়ে ‘অ্যানিম্যাল’কে একহাত নিলেন শাহরুখ!
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমার খলচরিত্র ও কোন ধরনের সিনেমায় তিনি বিশ্বাসী, সেই প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেন তিনি। শাহরুখ বলেন, ‘আমি এমন এক জন মানুষ, যে স্বপ্ন ফেরি করে। যে ধরনের নায়কের চরিত্রে আমি অভিনয় করি তারা ভাল মানুষ, ভাল কাজ করে। যদি আমি একজন খারাপ লোকের চরিত্রে অভিনয় করি, আমি নিশ্চিত করব, সে যেন শেষে কষ্ট পায়, কুকুরের মতো মৃত্যু হয় যেন তার। কারণ আমি বিশ্বাস করি, ভাল জিনিস সব সময় ভাল কিছুরই জন্ম দেয়। আমার আরও বিশ্বাস, খারাপের উদ্যাপন বর্জন করা উচিত। আমাদের এমন চরিত্রেই অভিনয় করা উচিত, যা দর্শককে স্বপ্ন বুনতে সাহায্য করে।’
তবে পুরোনো এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, অনেক চরিত্র তিনি শুধু এই কারণে ছেড়েছেন কারণ বাস্তবের ভিলেনকে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে চাননি তিনি। শাহরুখকে বলতে শোনা যায়, ‘এমন অনেক সিনেমা রয়েছে যা বক্স অফিসে হিট হয়েছে। আমি সেই সিনেমার অংশ থেকেছি শুরুতে, তারপর উপলব্ধি করেছি যে আমি যে চরিত্রটা করব সেটা বাস্তব চরিত্র। পরিচালককে আমি জানাই, আমার মনে হয় এই মানুষটাকে দর্শকদের পছন্দ করা উচিত নয়, আমি সেটা চাই না। আমি জনমানসে এই মানুষটার গ্রহণযোগ্য়তা চাই না। তাকে নিয়ে তৈরি সিনেমাকে বিক্রয়যোগ্য করে তুলতে চাই না, তাকে গৌরবান্বিত করতে চাই না। তাই শেষ মুহূর্তে সেই সিনেমা থেকে সরে দাঁড়াই’।
উল্লেখ্য, ২০২৩ সাল জুড়ে বক্স অফিসে রাজত্ব করেছেন শাহরুখ। শাহরুখের ২০২৩ শুরু হয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে। এরপর কিং খানের পরবর্তী সিনেমা ‘জাওয়ান’ নিয়েও ছিলো ভক্তদের মধ্যে দারুন উত্তেজনা। ২০২৩ সাল শেষ হয় রাজকুমার হিরানির সিনেমা ‘ডানকি’ দিয়ে। এ সিনেমা দেখতে প্রায় ১ কোটিরও বেশি দর্শক ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড