কত টাকার বিনিময়ে সালমানের হামলা করে দুর্বৃত্তরা ?
১৯ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম
অনেক দিন ধরেই প্রাণনাশের হুমকি তাড়া করে বেড়াচ্ছে সালমান খানকে। এবার যেন বাড়ি সামনে দিয়ে ঘুরে গেল যমদূত। রোববার (১৪ এপ্রিল) ভাইজানের বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। এদিকে গুলি ছড়ার ৪৮ ঘণ্টার মধ্যে সাফল্য পেয়েছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) গ্রেফতার করেছে অভিযুক্তকে দুইজনকে। এরপর বুধবার (১৭ এপ্রিল) রাতে হরিয়ানা থেকে এই মামলার তৃতীয় অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়।
এই মামলায় এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। অভিযুক্ত প্রথম গ্রেপ্তারকৃত দুজনের নাম বিক্কি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)। তারা জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য। বিক্কি আর সাগর পুলিশের জিজ্ঞাসাবাদের সময় জানায়, বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্যকে চার লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকায় চুক্তি করা হয়। অগ্রিম হিসেবে এক লাখ টাকা দেওয়া হয়েছিল। হামলার পর তাদের আরও চার লাখ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
তারা আরও জানায়, চার নয়, তাদের ১০ রাউন্ড গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আর এই কাজে তাঁরা সফলতা পেলে ভালো পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। আর বলা হয়েছিল, তারা রাতারাতি বিখ্যাত হয়ে উঠবেন। খবর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের।
ভারতীয় গণমাধ্যমে সূত্রে আরও খবর, প্রাথামিক তদন্তে জানা গেছে, সালমানকে খুন করার কোনো পরিকল্পনা ছিল না হামলাকারীদের। কেবল ‘ভাইজান’-কে ভয় দেখানোই উদ্দেশ্য ছিল। তদন্তকারীদের দাবি, বুধবার রাতে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষ্ণোই গ্যাং ও ওই শ্যুটারদের মধ্যে মধ্যস্থতাকারী ছিল।
তদন্তে আরো উঠে এসেছে, অন্যতম অভিযুক্ত সাগরের হাতে শনিবার রাতেই বন্দুক তুলে দেওয়া হয়েছিল। কিন্তু কে সেই বন্দুক দিয়েছে তা এখনো অজানা। এক লাখ টাকা তাদের অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল বলেও দাবি করেছে পুলিশ।
এদিকে গুলি চালানোর ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের পরেই মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে সালমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গোটা ঘটনায় মুম্বাই পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। পাশাপাশি সালমানসহ তাঁর গোটা পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই মর্মে মুম্বাই পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শিণ্ডে। বিষ্ণোই গ্যাংকে খতম করার অঙ্গীকারও ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী শিণ্ডে।
-এসআই
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত