মোট কত সম্পত্তির মালিক কঙ্গনা?
০৯ জুন ২০২৪, ০৪:১৩ পিএম | আপডেট: ০৯ জুন ২০২৪, ০৪:১৩ পিএম
লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির টিকিটে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে জয়ের আনন্দে আত্মহারা কঙ্গনার আনন্দ যেন মাটি হয়ে যায় এক নিমিষেই! বৃহস্পতিবার (৬ জুন) তিনি চন্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লি আসার পথে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) নারী কনস্টেবলের হাতে লাঞ্ছিত হন। ওই নারী কনস্টেবল কঙ্গনাকে থাপ্পড় মারেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বইছে নিন্দার ঝড়। এর মাঝেই নড়েচড়ে বসে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। কুলবিন্দর কৌর নামের ওই নারী জওয়ানকে তড়িৎ সাসপেন্ড করেছে সংস্থাটি। এই বিতর্কের মাঝেই আলোচনায় এসেছে অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ। একাধিক বিলাসবহুল বাড়ি, গাড়ি থেকে শুরু করে তার সংগ্রহে রয়েছে দামি গয়নাও।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, বর্তমানে কঙ্গনার মোট সম্পদের পরিমাণ ৯০-৯৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১২৪ কোটি ৯৬ লাখ টাকার বেশি)। মুম্বাইয়ের বান্দ্রায় পালি এলাকায় বাড়ি রয়েছে কঙ্গনার। ২০১৭ সালে এই বাড়িটি কিনেছিলেন তিনি। এই বাড়িটির বাজারমূল্য ২০.৭ কোটি টাকা। ৩০৭৫ বর্গফুটের এই বাড়ির বর্গফুট প্রতি খরচ ৫০ হাজার টাকারও বেশি। ২০.৭ কোটি টাকা মূল্যের বাড়িটি কিনতে রাজস্ব বাবদ এক কোটি টাকার বেশি খরচ হয় কঙ্গনার।
৩০৭৫ বর্গফুট এলাকা জুড়ে কঙ্গনা যে শুধু বাড়ি তৈরি করেছেন তা নয়। বাড়ির পাশাপাশি সেখানে রয়েছে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অফিসও। বান্দ্রার বাড়িটি ছাড়াও মুম্বাইয়ে আরও দু’টি বাড়ি রয়েছে কঙ্গনার। সেই বাড়ি দু’টির প্রতিটির মূল্য ১৬ কোটি টাকা। মুম্বাইয়ে এই তিনটি বাড়ি ছাড়া মানালিতে একটি বিলাসবহুল বাংলো রয়েছে কঙ্গনার। অভিনেত্রীর হলফনামায় উল্লেখ রয়েছে যে এই বাংলোর মূল্য ১৫ কোটি টাকা।
এছাড়া চণ্ডীগড়ে চার চারটি সম্পত্তি কিনে রেখেছেন বলে হলফনামায় জানিয়েছেন কঙ্গনা। তা ছাড়া মুম্বাইয়ে ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য একটি সম্পত্তি এবং মানালিতে একটি ব্যবসায়িক ভবন কিনেছেন অভিনেত্রী। এছাড়া পাঁচ কোটি টাকা মূল্যের সোনার গয়না রয়েছে কঙ্গনার। সোনার গয়নার ওজন ৬.৭ কিলোগ্রাম। সোনার গয়নার পাশাপাশি হিরা এবং রুপোর গয়না রয়েছে কঙ্গনার। হলফনামায় উল্লেখ রয়েছে যে, অভিনেত্রীর কাছে তিন কোটি টাকা মূল্যের হিরার গয়না রয়েছে। আর ৬০ কিলোগ্রাম ওজনের রুপোর গয়না রয়েছে। এই গয়নার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
বাড়ি, গয়না ছাড়াও তিনটি বিলাসবহুল গাড়ি রয়েছে কঙ্গনার। হলফনামা অনুযায়ী, ৯৮ লক্ষ টাকা বাজারমূল্যের বিএমডব্লিউ ব্র্যান্ডের একটি গাড়ি রয়েছে অভিনেত্রীর। ৫৮ লক্ষ টাকা খরচ করে একটি মার্সিডিজ় বেঞ্জ এবং ৩.৯১ কোটি টাকা মূল্যের মার্সিডিজ় মেব্যাক কিনেছেন কঙ্গনা।
কঙ্গনা রানাউতের সবচেয়ে বেশি আয় হয় সিনেমা থেকে। প্রতিটি সিনেমার জন্য ১৫-২৭ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। ২০২১ সালে ‘থালাইভি’ সিনেমার জন্য ২১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন কঙ্গনা। এটি ছিল তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি পাওয়া পারিশ্রমিক। এর মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রীর তালিকায় নিজের জায়গা করে নেন। বিজ্ঞাপন থেকেও মোটা অঙ্কের অর্থ নিয়ে থাকেন কঙ্গনা। প্রতি বিজ্ঞাপনের জন্য ৩.৫ থেকে ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন এই অভিনেত্রী।
কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি। ‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভোটবাক্স বোঝালো মমতাতেই ভরসা বাংলার
সংসদে আরও এক গান্ধী, অভিষেকেই বড় জয়ের পথে প্রিয়াঙ্কা
ছ’মাসেই পুরো বদল! মহারাষ্ট্রে ঝড় বিজেপির
আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ
জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনে গুলি করা সেই তৌহিদ গ্রেপ্তার
রমজানে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গণ-আন্দোলনে শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা হবে : সারজিস আলম
অনুমোদিত ৩৫০% নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরন করল ওয়ালটন
আমতলীতে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা। আহত -২
শিবালয়ে পরকিয়া প্রেমের বলি নুরজাহান ৪দিন পর পাষ-প্রেমিক আলিফ গ্রেফতার
ভূঞাপুর শহরের প্রাণকেন্দ্রে ময়লা-আবর্জনার ভাগার
শাহজাহান ওমরের বিরুদ্ধে আরও এক মামলা
ধর্মগ্রন্থের পরে সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকে মনে করতো - বিটিভি মহা পরিচালক
নেতানিয়াহুকে গ্রেপ্তারে ‘প্রস্তুত’ ইউরোপের যে ৭টি দেশ
প্রথম বার চার দরজার বিলাসবহুল গাড়ি আনছে জাগুয়ার
৪ মাস যেতে না যেতেই ভেস্তে গেছে কোটি টাকার সোলার ফেনসিং প্রকল্প!
২৯ বছর পর অবশেষে আলোর মুখ দেখলো শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল
মোটরসাইকেলের ভয়ংকর নেশা, বাড়ছে মৃত্যুর মিছিল, ৫ মাসে নিহত হয়েছে ১৪ জন
বড় দরপতনের পর সোনার দামে আবার বড় লাফ
রাজবাড়ীতে ছাত্রদল নেতা অপহরণ, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার