বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা আতঙ্কে সালমান
১৪ অক্টোবর ২০২৪, ১১:৫৩ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১১:৫৩ এএম

দুষ্কৃতকারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন ভারতের সাবেক মন্ত্রী (এনসিপি নেতা) বাবা সিদ্দিকি। শনিবার (১২ অক্টোবর) রাতে দশেরা উদযাপনের সময় মুম্বাইয়ের বান্দ্রায় অফিসের বাইরে হঠাৎ গুলি করে খুন করা হয় এই নেতাকে। বাবা সিদ্দিকি বলিউডের দুই খান অর্থাৎ শাহরুখ ও সালমানের দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়েছিলেন। এ দুই তারকাকে আবারও বন্ধুত্বের বাঁধনে বেঁধেছিলেন। এ নেতার মৃত্যু নিয়ে যখন প্রশ্ন কে খুন করল, কেন করল, ঠিক তখনই দায় স্বীকার করে নিলো লরেন্স বিষ্ণোই গ্যাং।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সালমান খানের সঙ্গে ভালো সম্পর্ক হওয়ার কারণেই বাবা সিদ্দিকিকে খুন হতে হয়েছে বলে দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। আর এখন গ্যাংটির এই দাবির সত্যতা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।
গ্যাংটির পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘জয় শ্রীরাম, জয় ভারত। আমি জীবনের মর্ম বুঝি, সম্পদ ও শরীরকে ধূলা বলে মনে করি। এ জন্য বন্ধুত্বের কর্তব্যকে সম্মান জানিয়ে যেটি ঠিক, তাই করেছি। বলিউড অভিনেতা সালমান খান, আমরা এই ধরনের যুদ্ধ কখনো চাইনি। কিন্তু আপনার জন্য আমাদের ভাইকে প্রাণ হারাতে হয়েছে।’
পোস্টে লেখা ‘আজ বাবা সিদ্দিকের ভদ্রতা বন্ধ হয়েছে। এক সময় তিনি মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের অধীনে দাউদের সঙ্গে ছিলেন। কেননা, বলিউড, রাজনীতি এবং দাউদের সঙ্গে এক হয়ে সম্পত্তি বাড়ানোর যোগসাজশই তার এই মৃত্যুর জন্য দায়ী। অনুজ থাপনের সঙ্গেও তার যোগসাজশ ছিল। আর হ্যাঁ, কারও সঙ্গে আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই। কিন্তু কেউ যদি সালমান খান বা দাউদ গ্যাংকে সাহায্য করে, তাহলে তাকে প্রস্তুত থাকতে হবে।’
পোস্টে আরও লেখা, ‘কেউ যদি আমাদের কোনো ভাইকে খুন করে, তাহলে আমরা তার জবাব দেবই দেব। আমরা কখনোই প্রথমেই আক্রমণের পথে হাঁটিনি। জয় শ্রী রাম, জয় ভারত, শহিদদের প্রণাম।’ অর্থাৎ, পোস্টে যে আবারও সালমান খানকে হুমকি দেয়া হয়েছে, সেটিও অনেকটাই স্পষ্ট।
তাই বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় সালমান খান নিরাপত্তা আতঙ্কে ভুগছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শুটিংয়ের কাজও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। কারণ লরেন্স বিষ্ণোই সালমানকে লাগাতার খুনের হুমকি দিয়েই চুপ থাকেনি, নায়কের বাড়ির সামনেও কয়েক মাস আগে গুলি ছুড়ে পালিয়েছিল তার দলের লোকেরা। এই পরিস্থিতিতে সালমানের পরিবার অস্বস্তিতে পড়েছে। বাড়ানো হয়েছে বাড়ির নিরাপত্তাও।
প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যামামলা থেকেই বলিউড তরকা সালমান খান ও বিষ্ণোই গ্যাংয়ের মধ্যকার শত্রুতার শুরু। দীর্ঘদিন থেকেই গ্যাংটির পক্ষ থেকে অভিনেতাকে হুমকি দেয়া হচ্ছে।। চলতি বছর কিছুদিন আগেই বলিউড ভাইজানের বাড়ির সামনে থেকে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। এরপর তারকার নিরাপত্তা বাড়ায় মুম্বাই পুলিশ। আর বাবা সিদ্দিকিকে খুনের পর সালমান খানকে উদ্দেশ করে গ্যাংটির হুমকি বার্তার পর আরও একধাপ নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

১৪ বছর বয়সেই রেকর্ড গড়া সেঞ্চুরি সূর্যবংশীর

আগের সরকার চিফ জাস্টিসকে গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমরা তেমন সরকার নই

চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি

আনিসুল হককে গণধোলাই

প্রসঙ্গ : রাষ্ট্রীয় সফর!

স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা

হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

তারেক রহমানের নজরদারিতে নেতারা

কিশোর গ্যাং, মাদক ও ড্রেজার বন্ধে ব্রাহ্মণপাড়ায় কঠোর থাকবে প্রশাসন

কুমিল্লায় দুই প্রতিষ্ঠান গুনলো লক্ষাধিক টাকা জরিমানা

মোহাম্মদপুরের সেই ব্যবসায়ীর অফিসে আবারো গুলি

প্রেমিকাকে দল বেঁধে ধর্ষণ

কেরানীগঞ্জে ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন : মূল ঘাতক গ্রেফতার

বিচারক নিয়োগের অধ্যাদেশ রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক

মূল ধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা সম্পৃক্ত করা দরকার Ñশিক্ষা উপদেষ্টা

সীমান্তে বিএসএফের হত্যা বন্ধে জোরালো প্রতিবাদ করতে হবে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

স্ত্রীসহ বাগেরহাটের বন বিভাগের ৩ কর্মকর্তার ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ

তুরিন-মুরাদ-মশিউর-নজরুল নতুন করে গ্রেফতার

‘পাকিস্তানের পাশে ২ কোটি শিখ’, ভারতকে হুমকি পান্নুনের