পদপিষ্টের ঘটনায় স্থায়ী জামিন পেলেন আল্লু অর্জুন
০৩ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম

নতুন বছরেই বড় স্বস্তি পেলেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার এর পুষ্পা ২-এর প্রিমিয়ারে পদপিষ্টের মহিলার মৃত্যুর ঘটনায় তেলেগু সুপারস্টারকে স্থায়ী জামিন দিয়েছে তেলেঙ্গানার নামপল্লী মেট্রোপলিটন ফৌজদারি আদালত।
শুক্রবার (৩ জানুয়ারি) আল্লু অর্জুনকে জামিন দিয়েছে নামপল্লী আদালত। এর আগে ২৭ ডিসেম্বর এই মামলায় আল্লু অর্জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হয়েছিলেন। তবে পুলিশ এই মামলায় সময় চাইলে আদালত ৩০ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ ৩ জানুয়ারি ধার্য করে। অবশেষে অভিনেতাকে স্থায়ী জামিন দি্ল আদালত। আর জামিনের শর্ত হিসেবে ‘পুষ্পা ২’- নায়ককে ৫০,০০০ টাকা মূল্যের দুটি শিউরিটি বন্ড প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনা অনুযায়ী, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল ‘পুষ্পা ২’-ছবির বিশেষ প্রিমিয়ারের। ওইদিন ছবি দেখতে স্বাভাবিকভাবেই ভিড় উপচে পড়ে প্রেক্ষাগৃহের সামনে। ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামে এক মহিলা। গুরুতর আহত হন আরও একাধিক দর্শক। এবং চরম আহত হয়েছে রেবতীর ৮ বছর বয়সী ছেলে। মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর দিন কয়েক আগেই নিহত মহিলার ছেলের জ্ঞান ফিরেছে।
যাই হোক, ৩৫ বছর বয়সী রেবতীর মৃত্যুর পরেই তার স্বামী অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, আল্লু অর্জুনকে দেখার জন্যেই সেদিন হলে ভিড় জমেছিল। সেই তুলনায় তেমন নিরাপত্তা ছিল না। এরপর মৃতার স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই গত ১৩ ডিসেম্বর আল্লু অর্জুনকে তার হায়দরাবাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করে তাকে সোজা নিয়ে যাওয়া হয় চিক্কাদপল্লী থানায়। পরে আদালতে তাকে পেশ করা হয়। সওয়াল-জবাব শেষে বিচারক তেলেগু সুপারস্টারকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
এরপর পুলিশের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে তেলেঙ্গানা হাইকোর্টে দ্বারস্থ হন পুষ্পা ২ নায়ক। দীর্ঘ শুনানি শেষে ৫০ হাজার টাকার বন্ডে চার সপ্তাহের জন্যে আল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারপতি। এরপর দিন কয়েক আগে চিক্কাদপল্লী থানায় আল্লুকে এই মামলা সংখ্যক জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠায় তদন্তকারীরা। এবং সেখানে উপস্থিতও হন অভিনেতা। এবং পুলিশি জেরাতে তিনি জানিয়েছিলেন, মহিলার মৃত্যুর খবর তিনি পরেরদিন পেয়েছেন। এরপরে অভিনেতার দেহরক্ষীকেও গ্রেফতার করা হয়। অবশেষে আল্লু অর্জুনকে এই মামলায় স্বস্তি দিল তেলেঙ্গানার নামপল্লী আদালত। গত কয়েক সপ্তাহ ধরে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন আল্লু অর্জুন, অবশেষে এই সিদ্ধান্তটি অভিনেতাকে বিশাল স্বস্তি দিল।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা আটক

ভোটের অধিকারের জন্যই তো মানুষ সংগ্রাম করেছে : রিজভী

বিশ্বসাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান, বিদায় মারিও বার্গাস ইয়োসা

গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় সাংস্কৃতিক ঐতিহ্যের আবহে ঝিনাইদহে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

বঙ্গোপসাগরে মধ্যরাত থেকে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু

রাজার সাজে-বাঙালি ঐতিহ্যে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের বর্ষবরণ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় তাঁতীলীগ নেতা গ্রেফতার

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

ট্রাম্প শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা, জানালেন চিকিৎসক

ক্যাসিনো সম্রাট মোশাররফ সহ আটক ৭

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে পদ্মায় ভাঙন, ঝুঁকিতে বাঁধ

শৈলকুপায় মালিককে না পেয়ে ফার্ম ম্যানেজারকে কুপিয়ে জখম

‘আপা ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে’

বিশ্বনাথে কৃষকের উপর সন্ত্রাসী হামলা : হাসপাতালে ভর্তি

জুলাই এবং আগস্টের পরিবর্তনের ধারাবাহিকতায় সৃষ্টি হবে নতুন বাংলাদেশ- সিলেট বিভাগীয় কমিশনার

এবার ফ্যাসিবাদ মুক্ত পহেলা বৈশাখ পালন করা সম্ভব হয়েছে: নাহিদ

লালপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও জাল পাসপোর্ট সহ গ্রেফতার ১

শিবালয়ে নববর্ষ উদযাপনে আনন্দ শোভাযাত্রা

বর্ষবরণের ছায়ানট অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা

মতলবে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন