নিজেকে দেবী দাবি উর্বশীর! ক্ষোভে ফুঁসেছেন ব্রহ্ম পুরোহিত
২১ এপ্রিল ২০২৫, ১১:০২ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ১১:০২ এএম

কেমন হতো যদি দেখতেন টিভি পর্দায় আইটেম গানে কোমর দোলানো অভিনেত্রীই দেবী বনে গেছেন। সম্প্রতি নিজেকে নিয়ে এমনই বিতর্কিত দাবি করে বসেন বলিউড অভিনেত্রী উর্বশী। বলা যায় বিতর্ক পিছু ছাড়ছে না উর্বশী রৌতেলার। মন্তব্য করলেই কটাক্ষের শিকার হচ্ছেন। উর্বশীর আত্মতুষ্টি নিয়ে হাসাহাসি নেটপাড়ায়।
বিভিন্ন সাক্ষাৎকারে যেমন উর্বশীকে দেখা যায়, নিজের ঢাক নিজেই পেটাতে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা কম হয় না। ব্যক্তিগত জীবনেও সেই একই ভাবে নিজের পিঠ চাপড়ে দেন নিজেই। তবে এবার একেবারেই অদ্ভুত ঘোষণা। উর্বশী জানালেন, তাঁর নামে মন্দির আছে। সেখানে তিনি পূজিত হন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্স্ট্রাতে ভাইরাল হয়েছে এক সাক্ষাৎকারের মূহুর্ত। যেখানে উর্বশী দাবি করেছেন যে, তাঁর নামে একটি মন্দির আছে উত্তরাখণ্ডে। বদ্রীনাথ মন্দিরের কাছেই অবস্থিত উর্বশী মন্দির।
এ প্রসঙ্গে উর্বশী বলেন, ‘‘আমার নামে একটি মন্দির আছে উত্তরাখণ্ডে। কেউ যদি বদ্রীনাথ আসেন, সেই মন্দিরের ঠিক পাশেই রয়েছে উর্বশী মন্দির।'’’ নায়িকার কথা শুনেই সঞ্চালক জানতে চান, সেখানে কেউ আশীর্বাদ নিতে আসেন কি না। পূজা হয় কি না। জবাবে উর্বশী বলেন, ‘‘মন্দির থাকলে মানুষ তো আসবেই আশীর্বাদ নিতে।’’
এদিকে এমন ঘটনায় বেজায় চটেছে উত্তরাখণ্ডের দু’টি পুরোহিত সংগঠন— চার ধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত এবং ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত পঞ্চায়েত সমিতি। তারা উর্বশী রৌতেলার ‘দেবীত্ব’ মানতে নারাজ। শনিবার তারা অভিনেত্রীকে ভর্ৎসনা করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। কেবল এতেই বিষয়টি মেটেনি। ওই দিনই পুরোহিতেরা স্থানীয় দেহরাদূন থানায় যান। এসময় ডিজিপি দীপম শেঠের কাছে দু’টি পৃথক স্মারকলিপি জমা দেন অভিনেত্রীর নামে। পুলিশের কাছে তাঁদের আর্জি, শীঘ্রই যেন অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।
এ বিষয়ে উত্তরাখণ্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েতের সাধারণ সম্পাদক ব্রিজেশ সতী সংবাদমাধ্যমকে বলেন, “অভিনেত্রী আদতে সস্তা প্রচার করতে গিয়ে এই ধরনের বিবৃতি দিয়েছেন। তিনিও উত্তরাখণ্ডের বাসিন্দা। তাঁর এ বিষয়ে সম্যক ধারণা থাকা উচিত। স্থানীয়দের সাংস্কৃতিক-ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধ সম্পর্কে তাঁকে আরও ওয়াকিবহাল হতে হবে।” তাঁর মতে, যতই তারকা হোন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার তাঁর নেই। যদি পুলিশ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তা হলে দুই সংগঠন একজোট হয়ে পদক্ষেপ করার কথা ভাববে, এ কথাও জানান উত্তরাখণ্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েতের সাধারণ সম্পাদক।
এদিকে, নিজেকে নিয়ে এত সমালোচনা হচ্ছে দেখে অবশেষে মুখ খুলেছেন উর্বশী, তিনি যা বলতে চেয়েছেন মানুষ তাঁর কথার ভুলভাল মন্তব্য ধরেছেন? এমনটাই দাবি করেছেন তিনি। উর্বশী জানিয়েছেন, মানুষ আজকাল ঠিকভাবে কথা শুনতে ভুলে গেছেন। তিনি বলছেন, আমি বলেছি উর্বশীর মন্দির আছে। উর্বশী রাউতেলার মন্দির আছে একবারও বলি নি। শুধু আমার নাম শুনে নিয়েছে, ব্যাস! নিজের মতো করে বসিয়ে দিয়েছে। এখানেই থামলেন না তিনি। বরং, এও বললেন, "আমায় নিয়ে ভুলভাল অভিযোগ করার আগে, সমস্ত তথ্য ভাল করে জেনে নেওয়া দরকার। আগে যাচাই করে নিন। এই সমাজে সকলকে সকলের সম্মান জানানো উচিত। সকলের অধিকার যেন সুরক্ষিত থাকে, সেটাই দেখুন।"
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

গ্রিন রেলওয়ের জন্য ৯৩ কোটি ৫১ লাখ টাকার প্রকল্প

ভোলা সমিতি ঢাকা’র নতুন কমিটি

রানাপ্লাজায় রেশমা উদ্ধার ছিলো সাজানো নাটক : এম সাখাওয়াত হোসেন

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে স্মার্টকার্ড চালু করা হবে : না.গঞ্জে খাদ্য উপদেষ্টা

কাশ্মীরের ২৬ হিন্দু পর্যটককে দিল্লি সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে বাংলাদেশ মুসলিম লীগ

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ৬ দিন পর মারা গেলো ১ বছরের আয়ান

ঢাবির প্রায় ৩০০ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ব্যাংকের অভাবে হুন্ডির মাধ্যমে আসছে রেমিট্যান্স ইরাকের শ্রমবাজার পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগ জরুরি

কদম রসূল সেতুর এপ্রোচ সড়কের মুখটি পুনঃনির্ধারণ দাবিতে সংবাদ সম্মেলন

শিক্ষা সংস্কার ও অসংগতি নিরসনের দাবি অভিভাবক ঐক্য ফোরামের

বরিশাল বিভাগ সমিতির মানববন্ধন

অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না : মেজর হাফিজ

মেট্রোরেলের আরো ৫ স্টেশনে বিশেষ ব্যবস্থা

এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই

অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সমস্যা তৈরি হয় : ড. ফরিদুজ্জামান

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম রাজপ্রাসাদে পেলেন রাজকীয় সম্মান

কাতার আমিরের দেওয়া এয়ার এম্বুলেন্সে ঢাকা আসবেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

চট্টগ্রামের আল্লামা সুলতান যওক নদভী’র দাফন সম্পন্ন

সাংবাদিকদের সহযোগিতা আমার কর্মপথকে সহজ করেছে : বুড়িচংয়ের বিদায়ী ইউএনও