ঈদে কি শাকিবের চেয়ে অনন্ত এগিয়ে?
১৬ এপ্রিল ২০২৩, ০৯:২৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম
আসন্ন ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে। তবে সিনেমাগুলোর মধ্যে মূলত প্রতিযোগিতা হবে অনন্ত জলিলের ‘কিল হিম’ এবং শাকিব খানের ‘লিডার-আমিই বাংলাদেশ’-এর মধ্যে। সিনেমা দুটির মধ্যে ইতোমধ্যে টিজার ও গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রায় একই সময়ে রিলিজ পাওয়া সিনেমা দুটির টিজার ও গানের ভিউ-এর দিক থেকে এখন পর্যন্ত এগিয়ে আছে অনন্ত জলিলের ‘কিল হিম’-এর টিজার। সিনেমাটির পরিচালক মো. ইকবাল তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন, গত ১২ তারিখ সন্ধ্যা ৭ টায় রিলিজ হয় কিল হিম চলচ্চিত্রের টিজার। এখন পর্যন্ত শুধুমাত্র অনন্ত জলিলের পেজে ‘কিল হিম’ সিনেমার টিজারের ভিউ হয়েছে ২২ লাখ। এর বাইরেও আরও অসংখ্য চ্যানেলে আপলোড হয়েছে ‘কিল হিম’ চলচ্চিত্রের টিজার। সেগুলোর ভিউও কোনটাই লাখের নিচে নয়। সব মিলিয়ে এটা ¯পষ্ট যে, দর্শকের মধ্যে ‘কিল হিম’ চলচ্চিত্র নিয়ে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ‘কিল হিম’ চলচ্চিত্রের টিজারটি মানুষ গ্রহণ করেছে। একজন পরিচালক হিসেবে আমি আনন্দিত এবং সকল চলচ্চিত্র প্রেমীদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালবাসা। আশা করি, সিনেমা রিলিজের পরও দর্শকের এই ভালবাসা অব্যাহত থাকবে। অন্যদিকে, ‘লিডার-আমিই বাংলাদেশ’-এর ‘কথা আছে’ গানটি আরটিভি মিউজিকে রিলিজ দেয়া হয়েছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ভিউ হয়েছে ৪৮ হাজার। তবে এটা স্পষ্ট ‘কিল হিম’ সিনেমার টিজার এবং অনন্ত জলিলের চিরায়ত অ্যাকশন মুডের ভিন্ন রূপ দর্শকের মাঝে বেশ ঝলক ও চমক সৃষ্টি করেছে। ফার্স্ট লুক হোক আর টিজার হোকÑদুটোই চোখে লাগার মতো। চোখে পড়ে। একটি চমকপূর্ণ সিনেমা হয়ে ধরা দেয়। নিজের ঘরের বাইরে গিয়ে অন্য ঘরের সিনেমা করা অনন্তর জন্য চ্যালেঞ্জই বটে। তবে সিনেমার শুটিংয়ের শুরু থেকেই তিনি এ চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। কারণ, নিজের ঘরের সিনেমার ক্ষেত্রে কিছুদিন বিরতি দিয়ে শুটিং করলেও ‘কিল হিম’ সিনেমার ক্ষেত্রে তিনি একটানা ১৫ দিন বগুড়ায় থেকে শুটিং করেছেন। এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল তার জন্য। এ চ্যালেঞ্জে বলা যায়, তিনি উৎরে গেছেন। তার এ পরিশ্রম এবং একাগ্রতার ছাপ এখন পোস্টার ও টিজারে ফুটে উঠেছে। নিশ্চিতভাবেই বলা যায়, পুরো সিনেমা দেখলে দর্শক নতুন এক অনন্তকে দেখতে পাবেন। তারা মুগ্ধ হবেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম