বুবলী আমার সাথে ব্ল্যাকমেইল করেছে -শাকিব
১৪ মে ২০২৩, ০৯:০১ পিএম | আপডেট: ১৫ মে ২০২৩, ১২:০০ এএম

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর মধ্যকার বিয়ের সর্ম্পক আছে কি নেই, এ নিয়ে দুজন পারস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। এবার সংবাদমাধ্যমকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে শাকিব খান বুবলীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। এমনকি নানা জনের সঙ্গে বুবলীর বিরুদ্ধে অবৈধ স¤পর্ক গড়ে তোলারও অভিযোগও করেছেন। বুবলীর সাথে সম্পর্ক শেষ এ নিয়ে বলতে গিয়ে শাকিব বলেন, আমি কিছু বলতে চাই না। সে যখন বলছে আমাদের মধ্যে এখনো স¤পর্ক রয়েছে তাহলে সেই প্রমাণ দিক। কারণ, সে তো একজন শিক্ষিত মেয়ে। তাই তার মতো একজন শিক্ষিত মেয়ের কাছ থেকে কোনো মিথ্যা বলা কেউ আশা করবে না। স¤পর্কের অবনতি নিয়ে শাকিব বলেন, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে স¤পর্ক, সন্তান, অর্থবিত্ত, নামযশ সবই করেছে। আমিও তাকে অন্ধভাবে বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেয়ার পর আমেরিকা থেকে দেশে ফিরে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে। নানা জনের সঙ্গে অবৈধ স¤পর্ক গড়ে তোলে, যা মিডিয়াসহ সবাই জানে। একই সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো। হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব! শাকিব প্রশ্ন তুলে বলেন, কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে, তাহলে তার সঙ্গে স¤পর্ক কীভাবে কনটিনিউ করা যায়, আপনারাই বলুন। তিনি বলেন, আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি। কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে। অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারও সঙ্গে কোনো স¤পর্ক রাখতে চাই না। আর কোনো মানসিক চাপ সহ্য করতে চাই না। শুধু দুই সন্তান জয় ও বীরকে নিয়ে বাকি জীবনটা সাধারণ মানুষের মতো শান্তিতে কাটাতে চাই। বুবলীকে নিয়ে শাকিব বলেন, সে এতটাই ক্রিটিক্যাল মাইন্ডের যে, গত বছর ২৭ সেপ্টেম্বর আমার ছেলে জয়ের জন্মদিনে তার বেবি বা¤েপর ছবি প্রকাশ করে আমাকে বিব্রত ও ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। একই সঙ্গে নানাজনের সঙ্গে তার অবৈধ স¤পর্কের স্ক্যান্ডাল চাপা দিতেই সে হুট করে তার বেবি বা¤েপর ছবি প্রকাশ করে বসে। তার মনে যদি কোনো দুষ্ট বুদ্ধি না থাকত, তাহলে সে তো আগেই এই ছবি প্রকাশ্যে আনতে পারত। এখন আবার কোন স্বার্থ হাসিল করতে আমার সঙ্গে স¤পর্কের কথা তুলে সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। শাকিব বলেন, বুবলী তো নিজের স্বার্থ হাসিলের জন্য আমাকে শুধু সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে। এখনো সে নিজেকে আমার স্ত্রী পরিচয় দিয়ে নিজের স্বার্থ উদ্ধারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আবারও বলছি, সে প্রমাণ করে দিক সে আমার স্ত্রী। বুবলী এখন আমার স্ত্রী নয়, এ কথা আমি আর কতবার বলব। বুবলীর উদ্দেশে শাকিব বলেন, আমি তাকে বলব, সে যেন এই নতুন স্ট্যাটাসের নাটক বন্ধ করে। সে বলেছে, আমার বিরুদ্ধে নাকি মুখ খুলবে, আমি তাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, সে যেন মুখ খুলে। আমি তো সন্তানের স্বার্থে মুখ বন্ধ করে তার দেয়া সব মানসিক যন্ত্রণা সহ্য করে আসছি। বেশি বাড়াবাড়ি করলে আর মুখ বুঝে থাকব না। সে ও তার পরিবার আমার ওপর যা ঘটিয়েছে, সব খুলে বলতে সে যেন আমাকে বাধ্য না করে। জীবদ্দশায় আমি তার ছায়াও আর দেখতে চাই না। আমার ধারেকাছে আসা এবং আমার বাসায় প্রবেশের কোনো অধিকার তার নেই।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আক্ষেপ ক্লাব বিশ্বকাপে ঘোচাতে চায় ইন্টার

বিজিবির অভিযানে মে মাসে ১৩৩ কোটি ১১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ৭টি ওমরাহ কোম্পানি স্থগিত

রাশিয়ার হামলায় কিয়েভে মার্কিন নাগরিকসহ নিহত ১৪

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে আন্দোলন চলবে

জি-৮ থেকে রাশিয়াকে বাদ দেয়া ‘বিশাল ভুল’ ছিল: ট্রাম্প

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এস আলমের ২০০ একর জমি জব্দের নির্দেশ আফতাবুলের ৯৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নগর ভবন অচলাবস্থার জন্য এই সরকার দায়ী : ইশরাক

বাবার যত্নে ওষুধ, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল: রিজভী

‘ইসরাইল ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না’

ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-দোয়া মাহফিল

দোয়ারাবাজারে সড়ক দূর্ঘটনায় গরুটি মৃত্যু আহত ৪

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ২ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরগঞ্জে জামের গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ভবিষ্যতে ছেড়ে দেব এমন কথা বললে তালাক হয়ে যাওয়া প্রসঙ্গে।

পরিবার থেকে রাষ্ট্র : ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের উপায়

ইরান-ইসরাইল যুদ্ধ এবং জেরুজালেমের মুক্তির প্রশ্ন

সকলের দৃষ্টি এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে