আমি শুধু একজন অভিনেতা হতে চেয়েছিলাম -ফজলুর রহমান বাবু
১৫ জুলাই ২০২৩, ০৮:১১ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১২:০১ এএম
বিনোদন রিপোর্ট: একজন দক্ষ ও সুনিপুণ অভিনেতা হিসেবে ফজলুর রহমান বাবু পরিচিত। তিনি সব ধরনের চরিত্রে নিজেকে দক্ষতার সাথে উপস্থাপন করেন। বিশেষ করে টিপিক্যাল চরিত্রগুলোতে তার বিকল্প খুব বেশি অভিনেতা নেই। চার দশক ধরে তিনি অভিনয় করছেন। অসংখ্য মঞ্চ থেকে শুরু করে টেলিভিশনে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। সিনেমায় অভিনয় করেছেন। গায়ক হিসেবেও ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। তবে বাবু নিজেকে শুধু একজন অভিনেতা ভাবেন। তিনি বলেন, আমি তো একজন অভিনেতাই হতে চেয়েছিলাম। আমি খুবই সৌভাগ্যবান যে, অভিনয় করে যেতে পারছি। বাংলাদেশে খুব কম মানুষই আছে, যারা নিজেদের পছন্দের কাজটিকে পেশা হিসেবে বেছে নিতে পারেন। আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে অভিনয় করা। আমি পেশায় একজন ব্যাংকার ছিলাম। তবে আমি অভিনয় পেশাটাকে বেছে নিয়েছি এবং খুব উপভোগ করি। ছাত্রজীবন থেকেই অভিনয়টা এনজয় করি। তিনি তার অভিনয় জীবনের শুরুর কথা বলতে গিয়ে বলেন, শুরুটা হয়েছিল ইন্টারমিডিয়েটের ছাত্র থাকা অবস্থায়। ফরিদপুরের খুব প্রাচীন একটি নাট্য সংগঠন আছে। নাম টাউন থিয়েটার। প্রথমে এই নাট্যদলের সঙ্গে যুক্ত হই। ১৯৭৮ সালে জাতীয় নাট্য উৎসব হয়েছিল। তখন সারাদেশ থেকে প্রতিটি জেলায় একটি করে নাট্যদল গঠন করা হয়। সেসময় ঢাকা চট্টগ্রাম মিলিয়ে মাসব্যাপী একটি উৎসব হয়িছিল। সেই উৎসবে ফরিদপুরের টাউন থিয়েটার একটি নাটক করেছিল। নাটকের নাম ছিল ‘তালেব মাস্টারের হালখাতা’। সেখানে আমি কিশোর চরিত্রে অভিনয় করেছিলাম। সেই থেকেই আমার শুরু। এরপর ঢাকায় এসে আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা আমার গুরু ও ওস্তাদ মামুনুর রশীদের কাছে এসে আমার অভিনয়ের আকাক্সক্ষাটা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। সেই থেকে এখনো অভিনয় শিখে যাচ্ছি। তিনি বলেন, অভিনয়ের ক্ষেত্রে আমি মাধ্যম বিবেচনা করি না। যেখানেই অভিনয় আছে, সেখানেই অভিনয় করি। সব মাধ্যমেই অভিনয় এনজয় করি। স্বাচ্ছন্দ্য নয় বরং উপভোগ করি। টেলিভিশন, চলচ্চিত্র, ওটিটি, ইউটিউব, ছাড়াও আমি রেডিওতে নিয়মিত অভিনয় করি। প্রতি সপ্তাহেই আমার নাটক রেডিওতে প্রচার হয়। তবে আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মঞ্চ। কারণ মঞ্চেই আমার অভিনয়ের জন্ম। গান গাওয়া প্রসঙ্গে তিনি বলেন, শৈশব থেকেই আমি প্রচুর গান শুনতাম। গানের প্রতি ভালোলাগা থেকেই গুনগুন করে গান তুলতাম এবং বন্ধুদের শোনাতাম। তবে আমার গান শেখা হয়নি। অভিনয়ে এসে বুঝতে পারলাম অভিনয়ের সঙ্গে গানের একটি গভীর স¤পর্ক রয়েছে। একজন ভালো ও পূর্ণাঙ্গ অভিনেতা হতে হলে গান, নাচ, পেইন্টিংসহ সবই জানতে হয়।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা